এক্সপ্লোর
Advertisement
মোদিকে খুনের ‘বরাত’ চেয়ে ফেসবুক পোস্ট, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার যুবক
জয়পুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের বরাত পাওয়ার জন্য ফেসবুক পোস্ট করে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হরিয়ানার রেওয়ারির একজন। ৩১ বছর বয়সি অভিযুক্ত নবীন কুমার যাদব বর্তমানে জয়পুরের ত্রিবেণী নগরের বাসিন্দা। বইয়ের দোকান আছে তাঁর। ২৬ মার্চ তিনি নাকি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লেখেন, কেউ কি আমায় মোদিকে খুনের বরাত দিতে পারেন? একেবারে নিশ্চিদ্র প্ল্যান তৈরি আছে আমার। জয়পুরের পুলিশকর্তা রাহুল জৈন বলেন, পুলিশ কন্ট্রোল রুমে সোস্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ পাই আমরা। অনুসন্ধান করে সাইবার সেলের সহযোগিতায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি নিজের ফেসবুক ওয়ালে ওই বার্তা পোস্ট করেছেন বলে স্বীকার করেন, তবে এও জানান, অনেকে আপত্তি করায় তা প্রত্যাহারও করেন।
জৈন জানান, অভিযুক্ত বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্ত্রীয় সরকারের কাজকর্মে খুশি নন, প্রধানমন্ত্রীর আদর্শগত অবস্থানেও তাঁর আপত্তি আছে।
বাজাজ নগর থানার স্টেশন ইন-চার্জ মানবেন্দ্র সিংহ জানান, অতীতেও প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রের সরকার সম্পর্কে নেতিবাচক বার্তা পোস্ট করেছিলেন তিনি। তাঁকে ভারতীয় দণ্ডবিধির ১২৪ (এ) অর্থাত রাষ্ট্রদ্রোহিতা, ৫০৫ (বি) (সমাজে শান্তি নষ্ট করা)৫০৬ (ফৌজদারি ভীতি প্রদর্শন) ধারায় গ্রেফতার করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement