এক্সপ্লোর
মমতার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা আছে, মোদীকে 'সরাতে' তৃতীয় মোর্চা চাই ওঁর নেতৃত্বে, বললেন জেঠমালানি

রাম জেঠমালানি
ইন্দোর: আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে হটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় ফ্রন্ট চান রাম জেঠমালানি। প্রবীণ আইনজীবীর দাবি, জার্মানি ও অন্যান্য দেশে মজুত করা কালো টাকা উদ্ধার করে দেশে ফেরানোর ব্যাপারে কংগ্রেস, বিজেপি, উভয়ের সরকারই উদ্দেশ্যপ্রনোদিত ভাবে আগ্রহী নয়। দুজনেই দেশবাসীর সঙ্গে প্রতারণার একই অপরাধ করেছে। সুতরাং সত্ নেতাদের নিয়ে একটি তৃতীয় মোর্চা গড়ে ওঠা দরকার। আমি চাই, মমতা বন্দ্যোপাধ্যায় পরের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে সেই তৃতীয় ফ্রন্টের নেতৃত্ব দিন। মমতার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা আছে বলেও মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী, যিনি এককালে প্রবল মোদী অনুরাগী ছিলেন, কিন্তু পরে তাঁরই কট্টর সমালোচক হয়ে ওঠেন। কালো টাকা ইস্যুতে তাদের নীতির জন্যও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও এনডিএ সরকারের তীব্র সমালোচনা করে জেঠমালানি বলেন, এনডিএ সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকারই নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















