এক্সপ্লোর
Advertisement
ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে বাজি কারখানায় আগুন, মৃত ৮
রাঁচি: ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের এক বেআইনি বাজি কারখানায় আগুন লেগে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ২৫।
ওই কারখানা জামশেদপুর থেকে ৮৫ কিলোমিটারের মত দূরে কামারডুবি গ্রামে। রবিবার বিকেল ৪টে নাগাদ লাগে আগুন। ভেঙে পড়ে কারখানার একটি দেওয়াল। পুলিশের আশঙ্কা, কিছু মানুষ এখনও ভেতরে আটকে রয়েছেন।
জানা গিয়েছে, গ্রামবাসীরা আসন্ন উৎসব উপলক্ষ্যে বাজি তৈরি করছিলেন ওই কারখানায়। কিন্তু আচমকা ফেটে যায় ডাঁই করা বাজি। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়, আশপাশের বাড়িতেও লেগে যায় আগুন। গ্রামবাসীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার কোনও খবর নেই।
স্থানীয় বিজেপি সাংসদ বিদ্যুৎবরণ মাহাতো জানিয়েছেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে জানিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার জন্য জামশেদপুরে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে অর্থসাহায্য দেওয়া হবে আর আহতদের দেওয়া হবে ৫০,০০০ করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement