এক্সপ্লোর
Advertisement
ঝাড়খণ্ডে ভোটের প্রচারে প্রিয়ঙ্কার নামই রাখেনি কংগ্রেস
৩১টি আসনে লড়বে কংগ্রেস।
নয়াদিল্লি: ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর, পাঁচ দফায় ভোট। ফল প্রকাশ ২৩ ডিসেম্বর। ঝাড়খণ্ডে ভোটের দামাম বাজতেই প্রচারে নেমে পড়েছে সব দল। ঝাড়খণ্ডে জোট করে লড়ছে কংগ্রেস, হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। ৮১টি আসনের মধ্যে ৪৩টি আসনে লড়বে জেএমএম। ৭টি আসনে লড়বে আরজেডি। বাকি ৩১টি আসনে লড়বে কংগ্রেস।
এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই ৪০জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। প্রথম পর্যায়ের এই তালিকায় প্রথমেই নাম রয়েছে সনিয়া গাঁধীর। দ্বিতীয় নাম প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহর। এরপর রয়েছেন রাহুল গাঁধী, অধীর রঞ্জন চৌধুরি, গুলাম নবি আজাদের মতো শীর্ষ নেতারা। তালিকায় উল্লেখযোগ্যভাবে নাম নেই প্রিয়ঙ্কা গাঁধী বঢড়ার।
Star Campaigners of Congress Party for Jharkhand Vidhan Sabha Elections 2019 (First Phase)@INCIndia @SinghRPN@rohanrgupta@IYCJharkhand @JharkhandPMC@NSUIJharkhand#JharkhandElection2019 pic.twitter.com/l0zVI6roET
— Jharkhand Congress (@INCJharkhand) November 14, 2019
প্রসঙ্গত, ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ঝাড়খণ্ডে ক্ষমতা দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা রঘুবর দাস। উল্লেখ্য ইনিই ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি টানা পাঁচবছর মুখ্যমন্ত্রী পদে থাকলেন। অতীতে শিবু সোরেন, অর্জুন মুণ্ডে, হেমন্ত সোরেনের মতো একাধিক নেতা ঘুরিয়ে ফিরিয়ে ঝাড়খণ্ডের মসনদে বসেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফুটবল
জেলার
জেলার
Advertisement