এক্সপ্লোর
Advertisement
বিশ্বের বৃহত্তম মিসড কল পার্টি আর কে নগরে ভোট পেয়েছে নোটার থেকেও কম, বিজেপিকে বিদ্রুপ জিগনেশের
আমদাবাদ: তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার আর কে নগর আসনটি ধরে রাখতে ব্যর্থ হয়েছে এডিএমকে। ভোটে জিতেছেন নির্দল প্রার্থী শশীকলার ভাইপো টিটিভি দিনকরণ। বিজেপির এখানে ফল অত্যন্ত হতাশাজনক, নোটার থেকেও কম ভোট পেয়েছে তারা।
তামিলনাড়ুতে অবশ্য বিজেপি এখনও শক্তি হিসেবে গণ্য হয় না। তা সত্ত্বেও অন্য সব রাজ্যে যখন তারা একের পর এক ভোটে জিতছে, তখন বিশেষজ্ঞদের মতে, দক্ষিণী এই রাজ্যে নোটার থেকেও কম ভোট পাওয়া দলের পক্ষে ভাল লক্ষণ নয়। আর কে নগরে নোটা বেছেছেন ২৩৭৩ জন, আর বিজেপির ঝুলিতে গিয়েছে তার থেকেও বেশ কিছুটা কম ১৪১৭ ভোট। এই বিষয়টি নিয়েই টুইটারে বিজেপিকে বিদ্রুপ করেছেন গুজরাতের দলিত নেতা ও কংগ্রেস সহযোগী জিগনেশ মেভানি। বিজেপিকে বিশ্বের বৃহত্তম মিসড কল পার্টি আখ্যা দিয়ে তিনি বলেছেন, তামিলনাড়ু থেকে ৫০ লাখের বেশি মিসড কল পেয়েছে বিজেপি অথচ আর কে নগর ভোটে তাদের অবস্থা শোচনীয়। তাঁর টিপ্পনী, তারা নিশ্চয় এই তামিলনাড়ু টপিংস দিয়ে উত্থাপম খেতে পারবে!
[embed]https://twitter.com/jigneshmevani80/status/945186593068814339[/embed]
বিজেপি জানিয়েছে, তাদের একটি নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলে তৎক্ষণাৎ সদস্য পদ দেবে তারা। গোটা দেশে এভাবে মিসড কলের মাধ্যমে বহু মানুষ বিজেপি সদস্যপদ গ্রহণ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement