এক্সপ্লোর
Advertisement
কাল থেকে খরচ বাড়ছে জিও-র, ফোন ও ইন্টারনেটে ৩৯ শতাংশ চার্জ বৃদ্ধি
এ মাসের ১ তারিখ রিলায়েন্স জিও জানিয়ে দেয়, তারা মোবাইল খরচ ৪০ শতাংশের মত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্ল্যান অনুযায়ী, জিও গ্রহীতাদের প্রতিদিন দেড় জিবি ডেটা ও ৮৪ দিনের মেয়াদের জন্য ৫৫৫ টাকা দিতে হবে।
নয়াদিল্লি: দামী হচ্ছে জিও। মোবাইল কল ও ডেটা চার্জ ৩৯ শতাংশ বাড়ছে আগামীকাল থেকে। যদিও এখনও প্রতিদ্বন্দ্বীদের থেকে জিও ১৫-২৫ শতাংশ সস্তা।
রিলায়েন্স জিও জানিয়েছে, তাদের অল ইন ওয়ান প্ল্যান প্রতি দিন অন্তত দেড় জিবি করে ডেটা দেবে, ইন্টারনেট ছাড়া বিনা মূল্যে ফোন কলের সংখ্যাও বাড়াবে। তাদের দাবি, ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া খরচ বাড়ানোয় তারাও খরচ বাড়িয়েছে, তবে সুযোগসুবিধে অন্যদের থেকে বেশি দেওয়া হবে ৩০০ শতাংশ।
এ মাসের ১ তারিখ রিলায়েন্স জিও জানিয়ে দেয়, তারা মোবাইল খরচ ৪০ শতাংশের মত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্ল্যান অনুযায়ী, জিও গ্রহীতাদের প্রতিদিন দেড় জিবি ডেটা ও ৮৪ দিনের মেয়াদের জন্য ৫৫৫ টাকা দিতে হবে। আগে ৩৯৯ টাকাতেই পাওয়া যেত এই সব সুবিধে, খরচ বাড়ছে ৩৯ শতাংশ। এছাড়া আগের ১৫৩ টাকার প্ল্যান এখন হবে ১৯৯ টাকার। ১৯৮ টাকার প্ল্যান পাওয়া যাবে ২৪৯ টাকায়, ৩৪৯ টাকারটা মিলবে ৩৯৯ টাকায়, ৪৪৮ টাকার প্ল্যানের খরচ বেড়ে হবে ৫৯৯ টাকা। ১,৬৯৯ টাকার প্ল্যান পাওয়া যাবে ২১৯৯ টাকায় ও ৯৮ টাকারটা ১২৯ টাকায়।
১৯৯ টাকার প্ল্যানের মেয়াদ ২৮ দিনের, প্রতিদিন পাওয়া যাবে দেড় জিবি করে ডেটা। রিলায়েন্স জিও-র দাবি, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির থেকে তাদের অফার অন্তত ২৫ শতাংশ সস্তা, এই একই সুযোগসুবিধে অন্যরা দিচ্ছে ২৪৯ টাকার বিনিময়ে। ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া ৩ তারিখ তাদের মোবাইল পরিষেবার খরচ বাড়িয়েছে ৫০ শতাংশ পর্যন্ত। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির থেকে রাজস্ব পাওয়ার যে হিসেব কেন্দ্রীয় সরকার করে, তা সমর্থন করে ২৪ অক্টোবর রায় দেয় সুপ্রিম কোর্ট। এরপরই সংস্থাগুলি মোবাইল খরচ বাড়ানোর পথে হাঁটে।
এমনিতে এই সংস্থাগুলির ওপর কোটি কোটি টাকা ক্ষতির বোঝা রয়েছে। ভোডাফোন আইডিয়া গত মাসে জানিয়েছে, সেপ্টেম্বর কোয়ার্টারে তাদের লোকসান হয়েছে ৫০,৯২১ কোটি টাকা, যে কোনও ভারতীয় কর্পোরেট সংস্থার ক্ষেত্রে এই লোকসান সর্বোচ্চ। ভারতী এয়ারটেলও ৩০ সেপ্টেম্বর শেষ ঙওয়া কোয়ার্টারে লোকসান দেখিয়েছে ২৩,০৪৫ কোটি টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement