এক্সপ্লোর
Advertisement
বিশ্বের শ্রেষ্ঠ প্রেমিক দশরথ মাঝি, আগামী দিনে ভ্যালেন্টাইনস ডে পরিচিত হবে তাঁর নামে, বললেন জিতন রাম
শুক্রবার ছিল ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসা ও অনুরাগের মাধ্যমে প্রেমের এই বিশেষ দিনটি উদযাপনে মেতেছিল প্রেমিক হৃদয়। এরইমধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি জানালেন, তাঁর কাছে বিশ্বের সেরা প্রেমিক কে।
পটনা: শুক্রবার ছিল ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসা ও অনুরাগের মাধ্যমে প্রেমের এই বিশেষ দিনটি উদযাপনে মেতেছিল প্রেমিক হৃদয়। এরইমধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি জানালেন, তাঁর কাছে বিশ্বের সেরা প্রেমিক কে। তাঁর মতে, মাউন্টেন ম্যান হিসেবে পরিচিত দশরথ মাঝিই বিশ্বের শ্রেষ্ঠ প্রেমিক। তিনি বলেছেন, ‘আজকাল তো ভালোবাসার আয়ু হাতেগোনা কয়েকদিন। কিছুদিনের মধ্যেই সব শেষ হয়ে যায়’।
এই মন্তব্য করে গয়ার বাসিন্দা দশরথ মাঝির স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কথা উল্লেখ করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে জিতন রান বলেছেন, ‘নিজের প্রেমিকের জন্য এত কঠোর পরিশ্রম সম্ভবত আর কেউ করেননি। তাজমহলের কথা সবারই জানা। কিন্তু নির্মাতা তো বাদশাহ। কিন্তু দশরথ মাঝি ছিলেন দিনদরিদ্র। রোজ দুবেলা দুমুঠো খাবারের সংস্থান করাই ছিল তাঁর কাছে কষ্টসাধ্য। কিন্তু এরপরও তিনি পাহাড় ভেঙে পথ তৈরির সংকল্প গ্রহণ করেছিলেন। এরপর দীর্ঘ ২২ বছর ৬ মাস ৪৪ দিনের পরিশ্রমে লক্ষ্য পূরণ করেন তিনি। প্রেমাস্পদকে এরচেয়ে বড় উপহার আর কী হতে পারে! আমরা চাই যে, তাঁর নাম এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক’।
জিতন রামের মন্তব্য, ‘উঁচু জাতের হলে নিশ্চিতভাবে দশরথ মাঝির নাম সারা বিশ্বেই ছড়িয়ে পড়ত। কিন্তু দরিদ্র ও মহাদলিত পরিবারের হওয়ার তার নাম ততটা বিখ্যাত হয়নি। কিন্তু এখন ধীরে ধীরে তাঁর কাহিনী সবাই জানছেন এবং আমার বিশ্বাস আগামী দিনে ভ্যালেন্টাইন ডে দশরথ মাঝির নামে পরিচিত হবে’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement