এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
রাবড়ির সঙ্গে বৈঠক, এনডিএ ছেড়ে মহাগঠবন্ধনে যোগ দিচ্ছেন জিতনরাম মাঝি
![রাবড়ির সঙ্গে বৈঠক, এনডিএ ছেড়ে মহাগঠবন্ধনে যোগ দিচ্ছেন জিতনরাম মাঝি Jitan Ram Manjhi quits NDA to join RJD-led Grand Alliance রাবড়ির সঙ্গে বৈঠক, এনডিএ ছেড়ে মহাগঠবন্ধনে যোগ দিচ্ছেন জিতনরাম মাঝি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/28140350/Untitled52.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পটনা: এনডিএ ছেড়ে বিহারে বিরোধী দলগুলির মহাগঠবন্ধনে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। আজ আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর সঙ্গে বৈঠক করেন জিতনরাম। এরপর লালুপ্রসাদের পুত্র তেজপ্রতাপ যাদব, তেজস্বী যাদব ও আরজেডি নেতা ভোলা যাদবকে পাশে নিয়ে এনডিএ ছাড়ার কথা ঘোষণা করেন হিন্দুস্তানি আওয়াম মোর্চার (সেকুলার) নেতা। তিনি বলেছেন, ‘আমরা এনডিএ ছেড়ে মহাগঠবন্ধনে যোগ দেব। আজ রাতে এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হবে। তখনই এই সিদ্ধান্তের কারণ জানাব।’
তেজস্বী বলেছেন, ‘বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যে সংযোগের কথা বলে, সেটা যে কতটা ফাঁপা, সেটা এই ঘটনাতেই প্রমাণিত হয়ে গেল। আমার অভিভাবক-সম এবং সামাজিক ন্যায়ের জন্য লড়াই করা জিতনরাম মাঝিকে মহাগঠবন্ধনে স্বাগত জানাচ্ছি।’
২০১৫ সালে মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমারের প্রত্যাবর্তনের জন্য পদত্যাগ করতে বাধ্য হন জিতনরাম। এরপরেই তিনি জেডিইউ ছাড়েন। নিজের দল গঠন করে এনডিএ-তে যোগ দেন তিনি। তবে সম্প্রতি এনডিএ-র সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। তিনি দাবি করেন, আগামী মাসে রাজ্যসভা নির্বাচনে বিহারে ৬টি আসনের মধ্যে অন্তত একটিতে হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রার্থী দিতে হবে। এই দাবি পূরণ না হলে ১১ মার্চ একটি লোকসভা ও দু’টি বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ প্রার্থীদের হয়ে প্রচার করবেন না বলেও হুঁশিয়ারি দেন জিতনরাম। এই মতানৈক্যর জেরেই তিনি এনডিএ ছাড়লেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)