এক্সপ্লোর
কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ২ হিজবুল জঙ্গি, অপারেশন চলছে এখনও

শ্রীনগর: জম্মু কাশ্মীরের সোপোর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে ২ হিজবুল মুজাহিদিন জঙ্গি। তাদের কাছ থেকে এ কে ৪৭ রাইফেল সহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার হয়েছে। তবে মৃত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই এলাকা ঘুরে ফেলে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষের জেরে ওই ২ জঙ্গি খতম হয়। সোপোর ও বারামুলায় বন্ধ রয়েছে স্কুল কলেজ। জঙ্গিদের সাহায্যে পাথরবাজদের জড়ো হওয়া আটকাতে সোপোরে ইন্টারনেট পরিষেবাও বন্ধ। জানা গিয়েছে, সেনা অপারেশন এখনও চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















