ঐতিহাসিক সিদ্ধান্ত! মোদীর নোট বাতিলের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন মেহবুবার
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বললেন মেহবুবা মুফতি। সোমবার রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মেহবুবা। এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার, ওড়িষার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও প্রকাশ্যে মোদীর ৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ করার ঘোষণা সমর্থন করে এতে কালো টাকা, সন্ত্রাসবাদে আর্থিক মদত ও দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে সওয়াল করেছেন। এবার তাঁদের মতোই নোট বাতিলে সায় দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তিনিও বলেছেন, নোট বাতিল কোনও মামুলি সিদ্ধান্ত নয়, গোড়ায় এতে হয়ত মানুষের কিছুটা সমস্যা হচ্ছে বটে, কিন্তু দীর্ঘমেয়াদে প্রমাণিত হবে, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী শিবির অবশ্য মোদীর সিদ্ধান্তকে মেনে নিতে নারাজ। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, বামেরা, বহুজন সমাজ পার্টি, ডিএমকে, প্রমুখ দলগুলি যুদ্ধ ঘোষণা করেছে নোট বাতিলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীকে সভায় এসে সাফাই দিতে হবে, এই দাবিতে লোকসভা, রাজ্যসভায় শোরগোল তুলছে তারা।
.