এক্সপ্লোর
'ঘোড়া কেনাবেচা' করতে পারে বিজেপি,আশঙ্কায় জম্মু-কাশ্মীর বিধানসভা ভেঙে শীঘ্র ভোটের দাবি ওমরের
!['ঘোড়া কেনাবেচা' করতে পারে বিজেপি,আশঙ্কায় জম্মু-কাশ্মীর বিধানসভা ভেঙে শীঘ্র ভোটের দাবি ওমরের J&K state assembly must dissolve immediately, BJP cannot be trusted in case of 'horse-trading': Omar 'ঘোড়া কেনাবেচা' করতে পারে বিজেপি,আশঙ্কায় জম্মু-কাশ্মীর বিধানসভা ভেঙে শীঘ্র ভোটের দাবি ওমরের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/06/20112520/omar.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সরকার গড়তে ঘোড়া কেনাবেচা করতে পারে বিজেপি। এই আশঙ্কা ব্যক্ত করে রাজ্য বিধানসভা ভেঙে দিয়ে যত শীঘ্র সম্ভব ভোটের দাবি জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বিজেপিকেও একহাত নিয়েছেন। ওমর বলেছেন, সদ্যপ্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা কবিন্দর গুপ্তা স্বীকার করে নিয়েছেন যে, রাজ্যে সরকার গঠনের ক্ষেত্রে ঘোড়া কেনাবেচা নিয়ে বিজেপিকে ভরসা করা যায় না।
উল্লেখ্য, এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যে শীঘ্রই নতুন সরকার গঠিত হবে বলে মনে করি না। অনিশ্চয়তা রয়েছে, কিন্তু আমরা কিছু করছি। পরে সবাই জানতে পারবে'।
গুপ্তার এই মন্তব্যের পরই ওমর বলেন, 'আমরা কিছু একটা করছি মানে কী? ওই কিছুটা হতে পারে অন্য দলকে ভাঙানো এবং বিজেপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা যোগাড় করা। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কি অসাবধানতাবশত হাটে হাঁড়ি ভেঙেছেন?'
উল্লেখ্য, গতকাল বিজেপি জোট শরিক পিডিপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরফলে জম্মু ও কাশ্মীরের মেহবুবা মুফতি সরকারের পতন ঘটে। রাজ্যপাল এনএন ভোরারের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন জারির সম্মতি দিয়েছেন।The J&K state assembly should be dissolved immediately & fresh elections should take place as soon as appropriate. The former DCM has admitted that BJP can’t be trusted not to horsetrade for Govt formation. https://t.co/dbX4bK8goc
— Omar Abdullah (@OmarAbdullah) June 20, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)