এক্সপ্লোর
কানহাইয়া, উমর, অনির্বাণের পরবর্তী সেমেস্টারের রেজিস্ট্রেশন আটকে দিল জেএনইউ

নয়াদিল্লি: কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যের আগামী সেমেস্টারের রেজিস্ট্রেশন আটকে দিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কর্তৃপক্ষ। মোট ২১ জনের বিরুদ্ধে এহেন পদক্ষেপ করা হয়েছে। ওই ছাত্রদের তালিকাসম্বলিত সার্কুলারের সঙ্গে এ ব্যাপারে জেএনইউয়ের রেজিস্ট্রার প্রমোদ কুমার একটি নোটিং দিয়েছেন। তাতে বলা হয়েছে, নিম্নোক্ত পড়ুয়াদের রেজিস্ট্রেশন পরবর্তী নির্দেশ জারি হওয়া পর্যন্ত ব্লক করে রাখাই উচিত। জেএনইউ ক্যাম্পাসে গত ৯ ফেব্রুয়ারির বিতর্কিত ঘটনার জেরে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত করা হয়েছিল ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া, খালিদ, অনির্বাণের। নতুন পদক্ষেপের ফলে নতুন করে সংঘাত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখে কুলুপ আঁটলেও সংশ্লিষ্ট পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়েছেন। এটা হাইকোর্টের নির্দেশের পরিপন্থী বলে জানিয়েছেন তাঁরা। আশুতোষ নামে এক ছাত্র বলেছেন, আদালত আমাদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না। যাঁদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন বিজেপির ছাত্র শাখা এবিভিপি সদস্য সৌরভ শর্মাও। তিনি ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক। তাঁর দাবি, দেশবিরোধী লোকজনের বিরোধিতা করার সাজা দেওয়া হল তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















