জেএনইউ, ডিইউ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ শতাধিক প্রতিষ্ঠান বিদেশি অনুদান নিতে পারবে না, জানাল কেন্দ্র
নয়াদিল্লি: সময়মতো রিটার্ন দাখিল না করায় জেএনইউ, ডিইউ, আইআইটি দিল্লি সহ একাধিক প্রথম সারির শিক্ষাকেন্দ্র এবং আইসিএআর ও সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন সমেত মোট শতাধিক প্রতিষ্ঠানের বিদেশি অনুদান গ্রহণ করার ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত পাঁচ বছর ধরে বার্ষিক রিটার্ন দাখিল না করার জন্য ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, ২০১০ (এফসিআরএ)-এর তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানগুলির রেজিস্ট্রেশন বাতিল করা হল।
প্রসঙ্গত, এফসিআরএ-র আওতায় নথিভুক্ত না হলে কোনও সংগঠন বা প্রতিষ্ঠান বিদেশ থেকে অনুদান গ্রহণ করতে পারে না। আইন অনুযায়ী, এই সকল প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে সরকারের কাছে বার্ষিক আয়-ব্যয়ের হিসেব পেশ করতে হবে। নচেৎ, রেজিস্ট্রেশন বাতিল হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে যে প্রতিষ্ঠানের নথিভুক্তিকরণ বাতিল করা হয়েছে, সেই তালিকায় রয়েছে-- জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গাঁধী মুক্ত বিশ্ববিদ্যালয়, আইআইটি দিল্লি, পঞ্জাব বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, গার্গি কলেজ দিল্লি ও লেডি আরউইন কলেজ দিল্লি।
এর পাশাপাশি, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনেরও রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, ২০১০-১১ থেকে ২০১৪-১৫ –এই পাঁচ অর্থবর্ষে রিটার্ন দাখিল না করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।