এক্সপ্লোর
Advertisement
হস্টেল ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে জেএনইউ পড়ুয়াদের মিছিল ঘিরে ধস্তাধস্তি, লাঠিচার্জ পুলিশের
ফি বৃদ্ধির প্রতিবাদে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) পড়ুয়াদের রাষ্ট্রপতি ভবন অভিযানে ধুন্ধুমার। রাইসিনা হিলস যাওয়ার আগে ভিকাজি কামা প্লেস কাছে আটকাল পুলিশ। পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ। ফি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে নিজেদের দাবিদাওয়া নিয়ে এদিন রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করেন পড়ুয়ারা।
নয়াদিল্লি: ফি বৃদ্ধির প্রতিবাদে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) পড়ুয়াদের রাষ্ট্রপতি ভবন অভিযানে ধুন্ধুমার। রাইসিনা হিলস যাওয়ার আগে ভিকাজি কামা প্লেসের কাছে আটকাল পুলিশ। পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ। ফি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে নিজেদের দাবিদাওয়া নিয়ে এদিন রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করেন পড়ুয়ারা। মিছিলের পথে ভিকাজি কামা প্লেস এলাকার কাছে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পুলিশ ছাত্র-ছাত্রীদের ওপর লাঠিচার্জ করে। টেলিভিশন ফুটেজে দেখা গিয়েছে, পড়ুয়ারা ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন পড়ুয়ারা। এতে বাধা দেন পুলিশ কর্মীরা।
এর আগে কয়েকশ পড়ুয়ার মিছিল জেএনইউ থেকে শুরু হয়। মিছিল রুখতে এদিন সাত সকালেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেট নিরাপত্তা বাহিনী সিল করে দেয়। এজন্য পড়ুয়াদের মিছিল নির্ধারিত সময়ের চার ঘন্টা পর শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের অনেক করে বোঝানোর পর তাদের মিছিলের অনুমতি দেওয়া হয়। প্রায় একমাস আন্দোলন চালিয়েও তাদের দাবিদাওয়া পূরণ না হওয়ায় এদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাষ্ট্রপতি ভবন অভিযানের ডাক দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারীদের দাবি মেনে প্রস্তাবিত হস্টেলের ফি বৃদ্ধি পুরোপুরি প্রত্যাহার করতে রাজি হয়নি। পড়ুয়াদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দারিদ্রসীমার নিচে বসবাসকারী পড়ুয়াদের হস্টেল ফি-তে ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছিল। কিন্তু এতে পড়ুয়ারা সন্তুষ্ট হননি। তাঁরা ফি বৃদ্ধি পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন।#WATCH: Police resorted to lathicharge after a clash with protesting Jawaharlal Nehru University (JNU) students, who were marching towards Rashtrapati Bhawan to meet President over fee hike issue. pic.twitter.com/sAbuN05n2q
— ANI (@ANI) December 9, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement