এক্সপ্লোর
ন্যাকের মূল্যায়ণে সর্বোচ্চ র্যাঙ্কিং পেল জেএনইউ

নয়াদিল্লি: বিশ্ববিদ্যালয়গুলির মাণ নির্ণয়ে সর্বোচ্চ র্যাঙ্কিংই পেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন কাউন্সিল (ন্যাক)-র মূল্যায়ণে এ++ র্যাঙ্কিং পেল জেএনইউ। রেক্টর এস সি গারকোটি বলেছেন, এই মাইলফলক বিশ্ববিদ্যালয়ের সমস্ত সদস্যর কঠোর পরিশ্রম ও ঐক্যবদ্ধ উদ্যোগের ফল। গত ৯ ও ১১ অক্টোবরের পর্যালোচনার পর এই র্যাঙ্কিং দেওয়া হয় জেএনইউ-কে। গারকোটি আরও বলেছেন, এই স্বীকৃতি তাঁদের সবাইকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রে অন্যান্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের থেকে এগিয়ে থাকার জন্য প্রেরণা যোগাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















