এক্সপ্লোর
মহাভারতের সময় থেকেই সাংবাদিকতার শুরু, দাবি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মার

মথুরা: মহাভারতের সময় থেকেই সাংবাদিকতা শুরু হয়েছে বলে দাবি করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। হিন্দি সাংবাদিকতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘সাংবাদিকতার সূচনা নিয়ে বিভিন্ন কথা শোনা যায়। তবে সাংবাদিকতার শুরু মহাভারতের সময় থেকে। হস্তিনাপুরে বসে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিতেন সঞ্জয়। এটা সরাসরি সম্প্রচার ছিল না তো কী?’ মহাভারতের অপর এক গুরুত্বপূর্ণ চরিত্র নারদকে বর্তমান সময়ের গুগলের সঙ্গে তুলনাও করেছেন দীনেশ। তিনি বলেছেন, ‘আপনাদের গুগল এখন শুরু হয়েছে। তবে আমাদের গুগল অনেক আগেই শুরু হয়েছিল। নারদ মুনি তথ্যভাণ্ডার ছিলেন। তিনি তিনবার নারায়ণ বলে যে কোনও জায়গায় পৌঁছে যেতেন এবং বার্তা আদান-প্রদান করতেন।’ সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ একের পর এক বিজেপি নেতা প্রাচীন ভারত নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন। কিছুদিন আগেই গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও নারদের সঙ্গে গুগলের তুলনা করেন। এবার একই মন্তব্য করলেন দীনেশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















