এক্সপ্লোর
Advertisement
সাংবাদিক খুনের তদন্তে সিট গঠনের সিদ্ধান্ত ত্রিপুরা সরকারের
আগরতলা: সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। আজ রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নৃশংসভাবে খুন হন শান্তনু।
এই ঘটনার তদন্তের জন্য সিট গঠনের দাবি জানিয়ে গত রবিবার আগরতলার প্রেস ক্লাবের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করে। সেই দাবি মেনেই সিট গঠনের সিদ্ধান্ত নিল সরকার।
মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নিহত সাংবাদিকের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হত্যার ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শান্তনু স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক। উপজাতি সংগঠন আইপিএফটি-র সঙ্গে সিপিএমের উপজাতি শাখা ত্রিপুরা রাজ্যের উপজাতি গণমুক্তি পরিষদের মধ্যে সংঘর্ষের খবর করতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে ছুরিবিদ্ধ গুরুতর জখম শান্তনুকে উদ্ধার করে আগরতলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement