এক্সপ্লোর
Advertisement
উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসনের ব্যাখ্যা চেয়ে কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন রদ করা নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে সুপ্রিম কোর্টের একগুচ্ছ প্রশ্নে তীব্র অস্বস্তিতে পড়ল কেন্দ্রীয় সরকার।
আজ শীর্ষ আদালত কেন্দ্রকে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত ব্যাখ্যা করার নির্দেশ দেওয়ার পাশাপাশি একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। আদালত জানতে চেয়েছে, সংবিধানের ১৭৫ (২) ধারা অনুযায়ী রাজ্যপাল কি উত্তরাখণ্ড সরকারকে বিধানসভায় সংখ্যগরিষ্ঠতা প্রমাণের বার্তা দিতে পারতেন? রাজ্য সরকার শক্তি পরীক্ষার ক্ষেত্রে বিলম্ব করলে সেটা রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করার একটা কারণ হতে পারত। কিন্তু সেটা করা হয়েছিল কি?
শীর্ষ আদালত আরও বলেছে, বিধানসভার স্পিকার বিধায়কদের বরখাস্ত করেছেন। এটাও সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারির একটা কারণ হতে পারে। উত্তরাখণ্ড বিধানসভার কার্যকলাপ দেখে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে।
কেন্দ্রকে আরও অস্বস্তিতে ফেলে আদালত উত্তরাখণ্ডের আর্থিক ব্যয়বরাদ্দ সংক্রান্ত বিলের বর্তমান অবস্থা জানতে চেয়েছে। কেন্দ্রকে আদালতের প্রশ্ন, ‘অর্থবিল পাশ করাতে না পারলে সরকারের পতন হয়। কিন্তু যদি স্পিকার না বলেন, তাহলে কে বলবেন অর্থবিল পাশ হয়নি? রাজ্যপাল কি স্পিকারকে বিধানসভায় ভোটাভুটির পরামর্শ দিতে পারতেন?’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement