এক্সপ্লোর
Advertisement
গোরক্ষপুর শিশুমৃত্যু: বরখাস্ত হওয়া চিকিত্সককে 'বলির পাঁঠা' করা হল, দাবি দিল্লির ডাক্তারদের
নয়াদিল্লি: গোরক্ষপুর বিআরডি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিয়ে চিকিত্সক কাফিল খান যিনি কঠিন পরিস্থিতিতে সাহায্য করেছিলেন, তাঁকে সরিয়ে দেওয়া নিয়ে এরমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। এপ্রসঙ্গে এবার মুখ খুললেন দিল্লির এইএমস-এর চিকিত্সকদের একটি দল। তাঁদের দাবি, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর কাফিল খানকে কার্যত 'বলির পাঁঠা' করা হয়েছে।
চিকিত্সক হরজিত সিংহ ভাট্টি, একটি লিখিত বয়ান দিয়ে বলেছেন, কাফিল খানকে এভাবে সরিয়ে দিয়ে, উত্তরপ্রদেশ সরকার নিজেদের গাফিলতি থেকে অব্যহতি পেতে পারে না। শিশু-মৃত্যুর জন্যে শুধুমাত্র চিকিত্সকদের দায়ি করা যায় না। এভাবে রাজনৈতিক নেতারা আসলে নিজেদের অদক্ষতাকে আড়াল করার চেষ্টা করছেন, অভিযোগ এইএমস-এর ডাক্তারদের। তারপরই চিকিত্সক ভাট্টির সরাসরি প্রশ্ন হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সহ অন্যান্য জরুরি চিকিত্সা সরঞ্জাম না থাকার জন্যে দায়ি কে?
গত বৃহস্পতিবার থেকে ওই হাসপাতালে একের পর এক শিশু-মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশ। উত্তরপ্রদেশের সবচেয়ে বড় এই হাসপাতালে দিন কয়েক আগে এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয় সদ্যোজাত ও ছোট শিশুরা ভর্তি হয়। একসঙ্গে এত শিশু এসে পড়ায়, আচমকা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি দেখা দেয়। তারমধ্যে বৃহস্পতিবারই ২৩ শিশুর মৃত্যু হয়। তখনই কয়েকজন শিশুর বাবা-মা অভিযোগ তোলেন, অক্সিজেনের অভাবে তাঁদের সন্তানের মৃত্যু হয়েছে। সেই সময় হাসপাতালেরই শিশু বিভাগ এবং এনসেফ্যালাইটিস বোর্ডের প্রধান কাফিল খান তিনটি অক্সিজেন সিলিন্ডার এনে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। কিন্তু তারপর রবিবারই তাঁর নানা বিভিন্ন অভিযোগ এনে, তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
এরপরই প্রতিবাদে সরব হয়ে ওঠে বিভিন্ন মহল। বিরোধীরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। যোগী আদিত্যনাথ জানিয়ে দেন, যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তবে আদিত্যনাথ সরকারের তরফে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতির কথা অস্বীকার করা হয়।
এই ঘটনার উল্লেখ করেই ডক্টর ভাট্টি বলেন, এই পুরো ঘটনার জন্যে কোনও একজন চিকিত্সক কখনও দায়ি হতে পারেন না। এই ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত্। সরকারি আধিকারিকরাও এরসঙ্গে যুক্ত। তাঁদেরও শাস্তির দাবি তুলেছেন চিকিত্সকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement