সিরিয়ায় আইএস-এর হয়ে লড়তে গিয়ে কল্যাণের যুবক নিহত?
মু্ম্বই: সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর হয়ে লড়তে গিয়ে নিহত থানের কল্যাণের যুবক?
জানা গিয়েছে, আইএসে যোগ দেওয়ার উদ্দেশ্যে ২০১৪ সালে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল থানে সংলগ্ন কল্যাণের চার যুবক। তাদেরই একজন, ২২ বছরের আমন নঈম তান্ডেল সিরিয়ায় প্রাণ হারিয়েছে। মুম্বই পুলিশের এক শীর্ষ অফিসার বলেছেন, তান্ডেলের বাবা, কল্যাণের গোবিন্দওয়াড়ির বাসিন্দা নঈম তান্ডেলকে শনিবার রাতে একটি অচেনা নম্বর থেকে ফোন করে কেউ সিরিয়ার তাঁর ছেলের মৃত্যুসংবাদ দিয়েছে।
এ বছরের প্রথম দিকে আইএস-এর তরফে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, তাদের কয়েকজন জঙ্গি ‘কাশ্মীর, গুজরাত ও মুজফফরনগরে মুসলিম হত্যার’ বদলা নেওয়ার হুমকি দিচ্ছে। ওই যুবকদের মধ্যে সম্ভবত আমনও ছিল বলে মনে করা হচ্ছিল।
এও জানা গিয়েছে, গত বছরের শেষদিকেও ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল সে। তবে তারপর থেকে তার কোনও খবর পায়নি পরিবার।