এক্সপ্লোর
Advertisement
আমেরিকায় মৃত শ্রীনিবাসের পরিবার, ২ আহতের জন্য ১ মিলিয়ন ডলারেরও বেশি সাহায্য
নয়াদিল্লি: কানসাসে গুলিচালনায় মৃত হায়দরাবাদের ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার পরিবার ও এক ভারতীয় সহ আরও দুই আহতের জন্য ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থসাহায্য সংগৃহীত হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১০লাখ টাকারও বেশি।
কানসাসে গুলিচালনার ঘটনায় শ্রীনিবাস কুচিভোটলার মৃত্যুর পর তাঁর পরিবারকে সাহায্যের জন্য মার্কিন নাগরিকরা শুরু করেন ইন্টারনেট থেকে অর্থ সংগ্রহের প্রচেষ্টা। গোফান্ডমি ওয়েবসাইটে শ্রীনিবাস, গুলিচালনায় আহত ভারতীয় অলোক মাদাসানি ও মার্কিন ইয়ান গ্রিলটের জন্য পেজ তৈরি হয়। গ্রিলটের জন্য তাঁর বোনও আলাদা করে শুরু করেন একটি অর্থ সংগ্রহের পেজ।
গোফান্ডমি-র এক মুখপাত্র জানিয়েছেন, ওই চারটি ফান্ডে ইতিমধ্যেই গোটা আমেরিকা থেকে ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থসাহায্য জমা পড়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ২৬,০০০-এরও বেশি মানুষ।
আমেরিকা ভারত সরকারকে আশ্বাস দিয়েছে, কানসাসের বারে গুলিচালনার ঘটনার বিশদে তদন্ত হবে। কানসাস ও প্রতিবেশী রাজ্য মিসৌরির গভর্নর একযোগে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। যেভাবে মিসৌরির এক মহিলা অপরাধীর গ্রেফতারে সাহায্য করেন, তার প্রশংসা করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement