কার্গিল শহিদ যোগীন্দর সিংহকে ভারতীয় সেনার শ্রদ্ধা
১৪ শিখ রেজিমেন্টের সৈনিক যোগীন্দর সিংহের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল ভারতীয় সেনা।
নৌশেরা: ১৪ শিখ রেজিমেন্টের সৈনিক যোগীন্দর সিংহের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল ভারতীয় সেনা। কার্গিল বিজয় দিবসের ২০তম বর্ষে যোগীন্দর সিংহর গ্রাম রাজৌরি জেলার কিলা দরহলে গিয়ে শহিদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করলেন নৌশেরার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার সুখদেব সিংহ।
'Operation Vijay'#ArmyAviation Corps flew thousands of missions & performed diverse operational tasks during #OperationVijay thus ensuring resounding victory of the #Nation #20YearsOfKargilVijay pic.twitter.com/YGgETRzoQP
— ADG PI - INDIAN ARMY (@adgpi) July 24, 2019
২৫ জুলাই, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন যোগীন্দর সিংহ। তাঁর স্মরণে প্রতিবারের মতো এবারও কিলা দরহল গ্রামের গুরদোয়ার শ্রী অখণ্ড পথ-এ একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার সুখদেব সিংহ। সেখানে উপস্থিত ছিলেন শহিদের পরিবার পরিজনও। উল্লেখ্য, যোগীন্দর সিংহ ওই গ্রামের তৃতীয় কার্গিল শহিদ। ওই গ্রাম থেকেই প্রীতম সিংহ, হরদীপ সিংহ ও গুরদীপ সিংহরাও শহিদ হয়েছেন। গ্রামবাসীদের দাবি, যোগীন্দর সিংহের গ্রামের নাম পরিবর্তন করে রাখা হোক ‘শহিদ নগর’।