এক্সপ্লোর
রাজ্যে করোনা আক্রান্ত দুশোর বেশি, লকডাউনের পরোয়া না করে জন্মদিনে জমকালো অনুষ্ঠান কর্নাটকের বিজেপি বিধায়কের
বেঙ্গালুরু থেকে ৯০ কিলোমিটার দূরে কর্নাটকের গুব্বি শহরে এই বার্থডে পার্টির আয়োজন করা হয়।

বেঙ্গালুরু: করোনাভাইরাস অতিমারীর মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু তাই বলে জন্মদিনের সেলিব্রেশন আটকে থাকবে নাকি! তাই সরকারি নির্দেশের তোয়াক্কা না করে বিশাল পার্টির আয়োজন করে ফেললেন কর্নাটকের বিজেপি বিধায়ক এম জয়রাম! সমস্ত বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে। কর্নাটকের তুমাকুরু জেলার তুরুভেকেরে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন এম জয়রাম। শুক্রবার কয়েকশো সমর্থক ও বন্ধু-বান্ধব নিয়ে বিশাল চকোলেট কেক কাটেন তিনি। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে সেই কেকের টুকরো সবাইকে খাইয়ে দেন জয়রাম। সেই অনুষ্ঠানে হাজির ছিল অনেক ছোট বাচ্চাও। বেঙ্গালুরু থেকে ৯০ কিলোমিটার দূরে কর্নাটকের গুব্বি শহরে এই বার্থডে পার্টির আয়োজন করা হয়। কেক কাটার পর সবাইকে বিরিয়ানিও খাওয়ান বিজেপি নেতা। যেখানে বহু সাধারণ মানুষ লকডাউন মেনে বিয়ে বা অন্য অনেক অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন, সেখানে ওই নেতার জন্মদিনের পার্টিটা কেন আটকানো গেল না, প্রশ্ন তুলছে বিরোধীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















