এক্সপ্লোর
Advertisement
রাজ্যের পতাকা অনুমোদন কর্ণাটক মন্ত্রিসভার, চাওয়া হবে কেন্দ্রের সম্মতি
বেঙ্গালুরু: কর্ণাটকের নিজস্ব পতাকা অনুমোদন করল রাজ্যের মন্ত্রিসভা। এবার সেটি কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, কোনও রাজ্যের নিজস্ব পতাকা থাকতেই পারে। এ বিষয়ে সংবিধানে কোনও বাধা নেই।
কর্ণাটকের এই পতাকা বা ‘নাড়া ধ্বজা’-র রং লাল, সাদা ও হলুদ। পতাকার মাঝখানে আছে রাজ্যের প্রতীক ‘গন্দা ভেরুন্দা’। কন্নড় ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এস জি সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন একটি কমিটি এই পতাকার নকশা তৈরি করেছে। আজ সকালেই পতাকাটি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। সেটি তিনি অনুমোদন করেছেন।
এর আগে কর্ণাটকের বিভিন্ন সংগঠন লাল-হলুদ পতাকা ব্যবহার করত। সরকারি অনুষ্ঠানেও একই পতাকা ব্যবহার করা হত। মানুষের চাপে রাজ্যের সরকারি পতাকা তৈরির জন্য কমিটি গঠন করেন সিদ্দারামাইয়া। তাঁর এই পদক্ষেপের বিরোধিতা করে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রকও আপত্তি জানায়। তবে সিদ্দারামাইয়া পিছু হটেননি। বিজেপি-র জাতীয়তাবাদের মোকাবিলায় তিনি পাল্টা কন্নড় ভাবাবেগকে অস্ত্র করেছেন। বিধানসভা নির্বাচনের আগে এখন অবশ্য কর্ণাটকের পতাকা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement