এক্সপ্লোর
‘কুমারস্বামীর শপথগ্রহণে মমতার সঙ্গে বিবাদ’, সরানো হল কর্ণাটকের প্রথম মহিলা ডিজিপি-কে?

ছবি সৌজন্যে ট্যুইটার
বেঙ্গালুরু: নয়া মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ খানিকটা পথ হাঁটতে বাধ্য করায় কর্ণাটকের প্রথম মহিলা ডিজিপি নীলমণি রাজুকে সরিয়ে দেওয়া হল বলে খবর। এ বিষয়ে এখনও অবশ্য সরকারিভাবে কিছু জানানো হয়নি। রাজু নিজে দাবি করেছেন, তাঁকে সরিয়ে দেওয়া হয়নি। তিনি মুখ্যমন্ত্রীকে মৌখিক রিপোর্ট দিয়েছেন।
#WATCH: West Bengal CM Mamata Banerjee reprimands DIG Neelamani Raju as she came to Karnataka Vidhana Soudha for oath taking ceremony because reportedly had to walk a few metres, also expressed discontentment to HD Deve Gowda & HD Kumaraswamy. #Bengaluru pic.twitter.com/WZ2n0QVE9b
— ANI (@ANI) May 23, 2018
বুধবার বেঙ্গালুরুতে বিধান সৌধে শপথগ্রহণ করেন কুমারস্বামী। এই অনুষ্ঠানে বিজেপি-বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা ছিলেন। মমতা ছাড়াও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব, বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, এনসিপি নেতা শরদ পওয়ার, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাষ্ট্রীয় লোকদল নেতা অজিত সিংহ দল একঝাঁক নেতা-নেত্রী হাজির হন। পুলিশ সূত্রে খবর, একসঙ্গে অনেক গাড়ি যাওয়ার ফলে যান নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল। মমতার কনভয় দাঁড়িয়ে যায়। এরপরেই তিনি ক্ষুব্ধ হয়ে কিছুটা পথ হেঁটে যান। মঞ্চে পৌঁছেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ও কুমারস্বামীকে ক্ষোভের কথা জানান মমতা। প্রকাশ্যে তাঁর সঙ্গে ডিজিপি-র বচসা হয়। এই ঘটনার জেরেই রাজুকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















