শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, পিছলো রাজরাজেশ্বরী আসনের ভোটগ্রহণ
বেঙ্গালুরু: বিধানসভা নির্বাচন ঘিরে তিনমাস ধরে জোর প্রচার চলার পর শনিবার ভোটগ্রহণ হতে চলেছে কর্নাটকে।
অধিকাংশ জনমত সমীক্ষা অনুযায়ী, চলতি নির্বাচনে মূল দুই প্রতিদ্বন্দ্বী দল হল বিজেপি ও কংগ্রেস। অন্যদিকে, সমীক্ষা বলছে, ‘কিংমেকার’ হিসেবে উঠে আসতে পারে এইচ ডি দেবগৌড়ার জেডিএস।
আগামীকাল, ২৬০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় পাঁচ কোটি ভোটার। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২.৫২ কোটি, মহিলা ভোটারের সংখ্যা ২.৪৪ কোটি। এছাড়া, উভলিঙ্গ ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।
নির্বাচন দফতর সূত্রে জানানো হয়েছে, ৫৫,৬০০-র বেশি ভোটকেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে হয়, তা নিশ্চিত করতে সাড়ে ৩ লক্ষের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
পরিসংখ্যান বলছে, ১৯৮৫ সালের পর থেকে কোনও দলই পরপর দুবার ভোটে জেতেনি। শেষবার, রামকৃষ্ণ হেগড়ের নেতৃত্বাধীন জনতা দল টানা দুবার জিতেছিল। তবে, ইতিহাস পাল্টে ক্ষমতা ধরে রাখার বিষয়ে আশাবাদী কংগ্রেস।
অন্যদিকে, পরিসংখ্যানকে হাতিয়ার করে আশায় বুক বাঁধছে বিজেপি। এর আগে, ২০০৮ থেকে ২০১৩ সাল—এই পাঁচ বছর রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি। সেটিই তাদের প্রথম ও একমাত্র।
প্রসঙ্গত, ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় ভোটগ্রহণ হবে ২২২টি আসনে। জয়নগর আসনে বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় সেই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, জাল ভোটার-কার্ডের বিতর্কের জেরে রাজরাজেশ্বরী আসনের ভোটগ্রহণ ২৮ তারিখ পর্যন্ত পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।