এক্সপ্লোর
Advertisement
মুক্তির আগে 'পদ্মাবত' দেখতে প্রস্তুত কার্নি সেনা, জানালেন কালভি
জয়পুর: সঞ্জয়লীলা বনশালির পদ্মাবত সিনেমার মুক্তির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে রাজপুত কার্নি সেনা। সিনেমা ঘিরে অচলাবস্থা কাটাতে বলিউডের এই পিরিওড ড্রামার প্রযোজক সংস্থা বনশালী প্রোডাকশন মুক্তির আগে রাজপুত কার্নি সেনার নেতাদের সিনেমাটি দেখার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে মানতে রাজি কার্নি সেনা।
উল্লেখ্য, কার্নি সেনার বিক্ষোভে দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপূর অভিনীত সিনেমার মুক্তি পিছিয়ে যায়। পরে কয়েকটি সংশোধনী ও নাম বদলানোর পর সিনেমাটিকে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সেন্সর বোর্ড। এরপর ২৫ জানুয়ারি সিনেমার মুক্তির দিন ঘোষণা করা হয়। কিন্তু কার্নি সেনা ও অন্যান্য রাজপুত সংগঠনগুলি এখনও সিনেমার বিরোধিতায় অনড়।
এরইমধ্যে কার্নি সেনার নেতা লোকেন্দ্র সিংহ কালভি জানিয়েছেন, আমরা সিনেমাটি দেখতে প্রস্তুত। আমরা কখনওই বলিনি যে, সিনেমাটি আমরা দেখব না। পরিচালক এক বছর আগেই আমাদের আশ্বাস দিয়েছিলেন যে, তিনি সিনেমাটির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করবেন। এখন তিনি প্রদর্শনের জন্য চিঠি লিখেছেন এবং আমরা এরজন্য প্রস্তুত।
বনশালী প্রোডাকশন গত ২০ জানুয়ারি শ্রী রাজপুত কার্নি সেনা ও রাজপুত সভাকে চিঠি লিখে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছে এবং আশ্বাস দিয়ে বলে যে, সিনেমায় রাজপুত সম্প্রদায়ের বীরত্ব ও মর্যাদা তুলে ধরা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement