এক্সপ্লোর
লকডাউনের মাঝেই কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা, গুলির লড়াইয়ে মৃত ৫ জঙ্গি, প্রাণ হারালেন ৫ জওয়ানও
শ্রীনগর পুলিশ জানিয়েছে, উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে সীমান্ত রেখা সংলগ্ন এলাকায় হয় তীব্র গুলি বিনিময়।
শ্রীনগর: করোনার হানায় সন্ত্রস্ত গোটা বিশ্ব। ভারতেও চলছে লকডাউন। তারই মাঝে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হল কাশ্মীরে। কেরান সেক্টরে তীব্র গুলির লড়াইয়ে মৃত্যু হল ৫ সন্ত্রাসবাদীর। রবিবার গভীর রাতের এনকাউন্টারে শহিদ হলেন ৫ জওয়ানও।
শ্রীনগর পুলিশ জানিয়েছে, উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে সীমান্ত রেখা সংলগ্ন এলাকায় হয় তীব্র গুলি বিনিময়। বাহিনী অনুপ্রবেশের চেষ্টা রুখতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাল্টা গুলি ছোড়েন জওয়ানরাও। এই ঘটনায় ৫ জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন হিমাচলপ্রদেশের সুবেদার সঞ্জীব কুমার, প্যারাট্রুপার বালকৃষ্ণ, উত্তরাখণ্ডের হাবিলদার দেবেন্দ্র সিংহ, প্যারাট্রুপার অমিত কুমার এবং রাজস্থানের প্যারাট্রুপার ছত্রপাল সিংহ।
জানা গিয়েছে, শামসাবাড়ি রেঞ্জ থেকে সন্ত্রাসবাদীরা ভারতের ভূখণ্ডে ঢুকেছিল। ওই সেক্টরেরই গুজ্জর ঢোক এলাকায় তারা ঘাঁটি গেড়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় বাহিনী। এক সেনা আধিকারিক জানিয়েছেন, বাহিনীর তীব্র প্রতিরোধে ৫ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। দু জন জওয়ানকে আহত অবস্থায় শ্রীনগর উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। তবে পথেই তাঁদের মৃত্যু হয়। বাকি তিন জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement