এক্সপ্লোর
Advertisement
ডোকলাম ইস্যু: চিনা সেনার প্ররোচনায় পা না দিতে বাহিনীকে বার্তা সরকারের
নয়াদিল্লি: ডোকলামে অচলাবস্থা ঘিরে ভারতের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে চিনের সেনা সীমান্তে বিভিন্ন স্থানে অনুপ্রবেশ করে ভারতীয় বাহিনীকে প্ররোচিত করার চেষ্টা করতে পারে। কিন্তু উত্তেজনার মাত্রা যাতে আরও না চড়ে সেজন্য ঠাণ্ডামাথায় পরিস্থিতি সামলে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে এ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
ডোকলামে অচলাবস্থার মধ্যেই চিনা সেনা লাদাখের ফিঙ্গার ফোর ও ফিঙ্গার ফাইভ-এই দুটি এলাকায় কয়েকদিন আগে দু'দুবার ঢোকার চেষ্টা করেছিল। দুবারই তাদের ওই চেষ্টা বানচাল করে দেয় সতর্ক ভারতীয় সেনা।
সরকারি সূত্রে বলা হয়েছে, ভারতের সংস্থাগুলি জানতে পেরেছে যে, লাদাখের পর এবার হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণচল সেক্টরেও এ ধরনের চেষ্টা করবে চিনের সেনা। সেজন্য বাহিনীতে সতর্ক থাকতে এবং চিনের এ ধরনের অপচেষ্টা রুখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীকে কোনওরকম প্ররোচনায় পা না দিয়ে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছে। কোনও কারণেই যাতে উত্তেজনার পারদ না চড়ে তা নিশ্চিত করতেই এই নির্দেশ।
এর আগে লাদাখে চিনের সেনার অনুপ্রবেশের সময় ভারতীয় বাহিনীর সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। দু পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথরও ছোঁড়ে। কয়েকজন ভারতীয় সেনা জখমও হন। কিন্তু সংঘাতের মাত্রা কোনওভাবই বাড়েনি।
সূত্রের খবর, বিভিন্ন এলাকায় ভারত ও চিনের বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংও হয়েছে। যদিও ডোকলাম সমস্যার আশু সমাধানের সম্ভাবনা ক্ষীণ।
অচলাবস্থার মধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় সেনা ও আইটিপিবি-উভয়ের জন্যই নয়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।
সূত্রের খবর, পূর্ব লাদাখ এলাকায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার আরও চেষ্টা চালাতে পারে। এই অঞ্চলে মোতায়েন লে-র ১৪ কর্পস। সমস্ত সেক্টরগুলিতেই কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় বাহিনী।
সম্প্রতি উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় চিনা সেনা দুবার ঢুকে পড়ার চেষ্টা করেছিল। এমনকি, ডোকলামের ঘটনার পরিপ্রেক্ষিতে কালাপানি এলাকায় ঢুকে পড়ার হুমকি দিয়েছিল চিন।
ডোকালামে চিনা সেনাবাহিনীর রাস্তা তৈরির চেষ্টায় ভারত বাধা দেওয়ায় প্রায় দুমাস ধরে সেখানে সংঘাত চলছে দুদেশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement