দ্রুত বৈঠক ডাকতে মুখ্যমন্ত্রীকে চিঠি উপ-রাজ্যপালের, ৯ দিন পর ধর্না তুললেন কেজরীবাল
নয়াদিল্লি: নদিন পর রণে ভঙ্গ দিলেন অরবিন্দ কেজরীবাল। লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের দফতরে ধর্নায় ইতি টানলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অবস্থান-ধর্না প্রত্যাহারের কথা ঘোষণা করেন।
মুখ্য সচিব অংশু প্রকাশ নিগ্রহ ঘটনার জেরে গত চারমাস ধরে আমলাদের সঙ্গে বিবাদ চলছিল কেজরী-প্রশাসনের। গতকাল, দুপক্ষের কথাতেই বরফ গলার ইঙ্গিত মেলে। আমলা ও প্রশাসন—উভয় পক্ষই জানিয়ে দেয়, সমস্যা সমাধানে তারা আলোচনায় বসতে রাজি।
এমতাবস্থায়, এদিন আমলা-সংগঠনের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত সরকারিভাবে দিল্লি প্রশাসনের তরফে আলোচনায় বসার কোনওপ্রকার যোগাযোগ-বার্তা আসেনি। তবে, এদিন সিসোদিয়ার ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন আমলারা।
এদিকে, সমাধান বৈঠক ইস্যুতে কেজরীবাল আবার বল ঠেলে দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নরের কোর্টে। মুখ্যমন্ত্রী বলেন, অনিল বৈজালের অনুমতি না মেলা পর্যন্ত আলোচনার আহ্বান করা সম্ভব নয়। তাঁর দাবি, লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রের থেকে সবুজ সঙ্কেতের অপেক্ষা করছেন।
গতকাল, মণীশ সিসোদিয়া বৈজালকে চিঠি লিখে জানান, যেহেতু গোটা পরিস্থিতি এখন উপ-রাজ্যপালের নজরের অধীনে হচ্ছে, তাই তাঁর নেতৃত্বেই যেন বৈঠক হয়।
এরই প্রেক্ষিতে এদিন বিকেলেই কেজরীবালকে চিঠি দিয়ে অবিলম্বে বৈঠক ডাকার কথা জানান বৈজাল। বৈজালের দফতরের তরফে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে বৈঠক ডাকার আহ্বান করেছেন উপ-রাজ্যপাল।
অন্যদিকে, কেজরীবালের ধর্না সংক্রান্ত একটি মামলার শুনানি খারিজ করে দিয়েছে বিচারপতি এস এ নাজির ও বিচারপতি ইন্দু মালহোত্রর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। মুখ্যমন্ত্রীর ধর্নাকে ‘অসাংবিধানিক’ উল্লেখ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন জনৈক হরিনাথ রাম।