দিল্লি দূষণ: মোকাবিলায় খট্টারের সঙ্গে বৈঠকে কেজরীবাল
চণ্ডীগড়: দিল্লির বায়ুদূষণ ঠেকাতে এবার হরিয়ানা প্রশাসনের দ্বারস্থ দিল্লি সরকার।
বুধবার, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের বাসভবনে দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সেখানে দূষণ নিয়ন্ত্রণ করতে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার ওপর জোর দেওয়া হয়।
সূত্রের খবর, বৈঠকে খট্টারকে কেজরীবাল জানান, দিল্লির আকাশে বায়ুদূষণ ও ধোঁয়াশার অন্যতম কারণ হল হরিয়ানায় খড় পোড়ানো। এর জন্যই রাজধানী এবং হরিয়ানা ও পঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ ঢেকে গিয়েছে দূষণে।
এদিনের বৈঠকে অংশ নিয়েছিলেন দুই রাজ্যের পরিবেশমন্ত্রী এবং শীর্ষ আধিকারিকরা। বৈঠকের পর একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, আলোচনা ইতিবাচক হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার বিভিন্ন পদক্ষেপ উঠে এসেছে।
কেজরীবাল জানান, রাজ্যগুলির সীমা রয়েছে। কিন্তু, আকাশের কোনও সীমা হয়না। হাওয়ার কোনও সীমা হয়না। ফলে, দূষণ রোধ করতে যৌথ উদ্যোগ প্রয়োজন। এর জন্য তিনি রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রকেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
খট্টার জানান, দিল্লির দূষণ রীতিমতো উদ্বেগজনক। গত ২ বছর ধরে তা হচ্ছে। এটা একটা রাজ্যের সমস্যা নয়। সব রাজ্যকেই এগিয়ে আসতে হবে। খড় পোড়া হোক বা যানবাহণ—দূষণরোধ করতে নির্দিষ্ট পদক্ষেপ জরুরি।