এক্সপ্লোর
জিভটা একটু বড়: তাই সারাদিন কেশে চলেন কেজরীবাল

নয়াদিল্লি: ক্রমাগত কাশির জেরে অস্ত্রোপচার করাতে বাধ্য হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এখন কদিন কথা বলতে পারবেন না তিনি। বেঙ্গালুরুর নারায়ণ হেলথ সিটিতে কেজরীর অস্ত্রোপচার হয়েছে। ৪০ বছরেরও বেশি ধরে এই নাগাড়ে কাশির সমস্যায় ভুগছিলেন তিনি। এমনকী বক্তৃতা দিতে উঠেও এই ঝঞ্ঝাটে পড়তে হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর জিভ কিছুটা বড়। সে জন্য এভাবে একটানা কাশি হয় তাঁর। এছাড়াও তাঁর মুখ ও গলার গঠনে কিছু সমস্যা রয়েছে। ফলে এখন কিছুদিন কথা বলতে পারবেন না কেজরীবাল। সেরে ওঠার পর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এ নিয়ে তৃতীয়বার চিকিৎসার জন্য বেঙ্গালুরু এলেন কেজরী। এর আগে দুবার জিন্দাল নেচার কিওর ইনস্টিটিউটে ১০ ও ১২দিন ধরে চিকিৎসা হয় তাঁর। একবার কাশির জন্য ও অন্যবার ডায়াবিটিসের জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















