দিল্লি সচিবালয়ের সামনে থেকেই 'চুরি' কেজরীবালের সাধের ওয়াগন আর গাড়ি!
নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রীর গাড়ি 'চুরি'! তাও আবার সচিবালয়ের সামনে থেকে! অবিশ্বাস্য মনে হলেও সত্যি।
২০১৩ সালে কুন্দন শর্মা নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেজরীবালকে ওই ওয়াগন আর গাড়িটি দান করেছিলেন। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের সময়েও গাড়িটি ব্যবহার করেছিলেন অরবিন্দ কেজরীবাল।
২০১৪ সালে এই দিল্লি পুলিশের সঙ্গে বিতর্কিত প্রতিবাদের সময় এই গাড়িতেই থাকতেন ও শুয়ে থাকতেন কেজরীবাল। নীল রঙের গাড়িটিই হয়ে উঠেছিল কেজরীবালের ‘আম আদমি’-র প্রতীক।
তবে, হালে ওই গাড়িটি দলের কাজেই ব্যবহার করা হত। গাড়িটিকে ‘আপ-মোবাইল’ হিসেবে ব্যবহার করত আম আদমি পার্টি। কেজরীবালে সঙ্গে থাকতে থাকতে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এই গাড়িটি। ক্রমেই, মুখ্যমন্ত্রীর সাধের গাড়ি হয়ে উঠেছিল সেটি।
কিন্তু, এদিন দিল্লি সচিবালয়ের সামনে থেকে খোয়া গিয়েছে বলে অভিযোগ। দিল্লি পুলিশ জানিয়েছে, গাড়িটি সচিবালয়ের সামনেই পার্ক করা ছিল। রাত একটা থেকে তার কোনও খোঁজ মিলছে না।