এক্সপ্লোর
Advertisement
'সাম্রাজ্যবাদী' আমেরিকার বিরোধিতায় চিনের চেয়েও 'কড়া' উত্তর কোরিয়া, কিম জং-উনের প্রশংসায় সরব বিজয়ন
তিরুঅনন্তপুরম: 'সাম্রাজ্যবাদী' আমেরিকাকে চিনের চেয়েও ভাল রুখে দিয়েছে উত্তর কোরিয়া, এই অভিমত জানিয়ে এজন্য কিম জং-উনের ভূয়সী প্রশংসা করলেন সিপিএমের প্রবীণ নেতা তথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কোঝিকোড়ে পার্টির এক অনুষ্ঠানে 'সাম্রাজ্যবাদী' শক্তিকে প্রতিরোধ করায় উত্তর কোরিয়া অনেক ভাল নজির তৈরি করেছে বলে দাবি করেছেন তিনি।
সিপিএম পলিটব্যুরোর সদস্য বিজয়ন এও বলেন, এরকম একটা সমালোচনা তো আছেই যে, সাম্রাজ্যবাদী শিবিরের বিরুদ্ধে চিনের লড়াই মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেখানে উত্তর কোরিয়া কট্টর আমেরিকা-বিরোধী অবস্থান বজায় রেখেছে। আমেরিকার চাপ সফল ভাবে ঠেকিয়ে রেখেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তর কোরিয়ার সর্বেসর্বা নেতা উনের ছবি দেওয়া ফ্লেক্স দেখা গিয়েছিল কেরলের ইদুক্কি জেলায়, সিপিএমের এক সভার প্রচারে। সিপিএম নেতারা 'ভুল করে' উনের ছবি লাগানো হয়েছে বলে সাফাই দিলেও বিতর্কের জেরে শেষ পর্যন্ত সেই ফ্লেক্স সরাতে হয়।
সম্প্রতি নববর্ষের ভাষণে উন হুমকি দেন, তাঁর ডেস্কেই পরমাণু বোমা ফাটানোর বোতাম আছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র আমেরিকার যে কোনও জায়গায় আঘাত করতে পারে। পাল্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর কাছে কিমের চেয়েও বড় পরমাণু বোমার বোতাম আছে। পিয়ংইয়ঙের পরমাণু কর্মসূচি মোকাবিলায় সব রাস্তাই খোলা আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement