এক্সপ্লোর
Advertisement
কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় উদ্ধারকাজে সামিল ২০ আধিকারিকের করোনা টেস্ট পজিটিভ, সেল্ফ-কোয়ারেন্টিনে পিনারাই বিজয়ন
যে মন্ত্রীরা নিজেদের সেল্ফ কোয়ারেন্টিন করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজাও। এছাড়াও স্থানীয় স্বশাসন মন্ত্রী এসি মোইদিন, রাজস্বমন্ত্রী ই চন্দ্রশেখরন, শিল্পমন্ত্রী ইপি জয়রাজনও কোয়ারেন্টিনে গিয়েছেন।
নয়াদিল্লি: কোঝিকোড়ে বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যের ছয় মন্ত্রী। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে সামিল কেরল সরকারের অন্তত ২০ জন আধিকারিকের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর বিজয়ন ও মন্ত্রীরা নিজেদের সেল্ফ-কোয়ারেন্টিন করেছেন।
যে মন্ত্রীরা নিজেদের সেল্ফ কোয়ারেন্টিন করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজাও। এছাড়াও স্থানীয় স্বশাসন মন্ত্রী এসি মোইদিন, রাজস্বমন্ত্রী ই চন্দ্রশেখরন, শিল্পমন্ত্রী ইপি জয়রাজনও কোয়ারেন্টিনে গিয়েছেন।
এই পরিস্থিতি কেরলের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, সহযোগিতা ও দেবস্বোম মন্ত্রী কাডাকামপল্লী সুরেন্দ্রন আগামীকাল তিরুঅনন্তপুরমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন।
করোনা আক্রান্ত আধিকারিকদদের মধ্যে রয়েছেন মালাপ্পুরমের জেলা কালেক্টর, সাব-কালেক্টর, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর এবং পুলিশ সুপার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement