নীতীশের সিদ্ধান্তের বিরোধিতায় কেরল জেডিইউ সভাপতি
নয়াদিল্লি: মহাজোট থেকে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে জোট করে নতুন সরকার গঠন করা নিয়ে দলীয় প্রধান নীতীশ কুমারের সিদ্ধান্তে বিস্মিত জেডিইউ-র কেরল রাজ্য সভাপতি এম পি বীরেন্দ্র কুমার। সেই সঙ্গে তাঁর ঘোষণা, যে কোনও মূল্যেই কেরলে জেডিইউ ও বিজেপির মধ্যে কখনও কোনও জোট হবে না।
এদিন রাজধানীতে বসেছিল জেডিইউ পরিষদীয় দলের বৈঠক। সেখানে নীতীশের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শীর্ষ নেতা শরদ যাদব সহ উপস্থিত দলীয় সাংসদের আহ্বান করেন বীরেন্দ্র।
একইসঙ্গে, দল ছাড়ারও হুঁশিয়ারি দেন তিনি। নিজের রাজ্যসভার আসন ছেড়ে দেওয়ার কথাও বৈঠকে জানান তিনি। বীরেন্দ্র বলেন, কেরল জেডিইউ কখনই নীতীশ কুমারের নেতৃত্ব স্বীকার করবে না। তিনি যোগ করেন, ভবিষ্যৎ পদক্ষেপ রাজ্য পরিষদের বৈঠকের পরই স্থির করা হবে।
এদিন নীতীশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তোলেন বীরেন্দ্র। বলেন, মহাজোট কেবলমাত্র বিহারের জন্য নয়, গোটা দেশের জন্যও প্রয়োজন ও গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু, নীতীশ দলের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছেন। তিনি বলেন, আমরা (নীতীশের) এই সিদ্ধান্ত মেনে নেব না। এর জন্য যা মূল্য চোকাতে হয় দেব।
বীরেন্দ্রর মতে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, নীতীশ সেই ‘ফ্যাসিবাদী’ শক্তির সঙ্গে হাত মেলালেন, যা মানুষের, দলীয় কর্মীদের ও দলের শেষ জাতীয় সম্মেলনে গৃহীত প্রস্তাবের পরিপন্থী। তিনি বলেন, মানুষ আশা করেছিলেন, যে নীতীশ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই চালাবেন। কিন্তু, তিনি উল্টে এনডিএ-র সঙ্গেই হাত মেলালেন, যারা দেশকে চরম হিন্দুত্বের দিকে এগিয়ে নিয়ে চলছে।
বীরেন্দ্রর দাবি, নীতীশের এই সিদ্ধান্তের ফলে ধর্মনিরপেক্ষতা রক্ষা করা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই চালানোর যে সিদ্ধান্ত নিয়েছিল দল, তা আস্তাকুঁড়ে চলে গেল।