এক্সপ্লোর
Advertisement
কেরলের লাভ জেহাদ মামলা: আমি স্বাধীনতা চাই, বলল হাদিয়া, পড়াশোনা চালিয়ে যেতে সালেমে পাঠাল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: লাভ জেহাদ মামলায় ইসলাম গ্রহণ করে মুসলিমকে বিয়ে করায় বিতর্কে জড়ানো কেরলের মেয়ে হাদিয়াকে হোমিওপ্যাথি কোর্স চালিয়ে যেতে তামিলনাড়ুর সালেমে পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যত দ্রুত সম্ভব যাতে সে সালেম পৌঁছতে পারে, তা সুনিশ্চিত করতে পুলিশকে বলেছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ, হাদিয়ার নিরাপত্তার আয়োজন করতেও বলেছে তাদের।
সালেমের হোমিওপ্যাথি কলেজের ডিনকে হাদিয়ার অভিভাবক নিযুক্ত করে বেঞ্চ। তাকে পুনরায় ভর্তি করে নিতে, হস্টেলে থাকার ব্যবস্থা করতেও কলেজ ও বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয়। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
মুসলিম যুবক শাফিন জাহানকে অখিলা তথা হিন্দু থেকে মুসলিম হওয়া হাদিয়া নামে মেয়েটি স্বেচ্ছায় বিয়ে করেছে কিনা, জানতেই তাকে আজ হাজির করতে হাদিয়ার বাবা কে এম অশোকনকে গত ৩০ অক্টোবর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন হাদিয়া বেঞ্চকে জানায়, সে স্বামীর কাছে যেতে চায়। বলে, আমি স্বাধীন থাকতে চাই। পড়া চালিয়ে যেতে চাই, তবে সরকারি খরচে নয় কারণ স্বামীই আমার ভার নিতে সক্ষম। আমাকে মানুষ বলে ভাবা হোক। গত ১১ মাস ধরে তার ওপর মানসিক অত্যাচার চলেছে বলেও দাবি করে সে। গতকালও হাদিয়া বলেছিল, সে মুসলিম। কেউ তাকে চাপ দেয়নি। স্বামীর কাছে যেতে চায় সে।
ধর্ম বদলে গত ডিসেম্বরে শাফিনকে বিয়ে করে হাদিয়া। কিন্তু অভিযোগ ওঠে, তার মগজ ধোলাই করা হয়েছে। এটা লাভ জেহাদ। শাফিন পুতুল মাত্র, তাকে প্রেমিক সাজিয়ে সিরিয়ায় ইসলামিক স্টেটের অভিযানে পাঠানোর জন্য রিক্রুট করা হয়েছে হাদিয়াকে। কেরল হাইকোর্ট তাদের বিয়ে বাতিল করে, এ ধরনের ভিনধর্মী বিয়েকে লাভ জেহাদ তকমা দিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। পাল্টা সুপ্রিম কোর্টে যায় শাফিন। ১৬ আগস্ট সুপ্রিম কোর্টও দুজনের বিয়ের ব্যাপারে এনআইএ তদন্তের নির্দেশ দেয়। শাফিন সেই নির্দেশ প্রত্যাহারের দাবি জানায় বেঞ্চে। কেরল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শাফিনের আবেদনের পরবর্তী শুনানি হবে সামনের জানুয়ারির তৃতীয় সপ্তাহে।
হাদিয়ার বাবা আগেই দাবি করেছেন, কেরলে হিন্দু মেয়েদের ধর্মান্তরণ করিয়ে মুসলিম করে তোলার একটি সংগঠিত মেশিনারি সক্রিয়। আজ তিনি শুনানিতে দাবি করেন, শাফিনের ফেসবুকে এমন লোকজনের সঙ্গে যোগাযোগ রয়েছে যাদের কাছে সে জানতে চেয়েছে, ভারত থেকে লোকজন রিক্রুট করলে বিনিময়ে তাকে কত দেওয়া হবে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement