ফোনে মহিলাকে ‘যৌন-উদ্দীপক’ কথা, পদত্যাগ কেরলের মন্ত্রীর
কোঝিকোড়: এক মহিলার সঙ্গে ‘যৌন-উদ্দীপক’ ভঙ্গিতে কথা বলার অডিও টেপ ফাঁস হওয়ায় পদত্যাগ করলেন কেরলের পরিবহণ মন্ত্রী এ কে সসীন্দ্রণ।
রবিবার দুপুরে একটি মালয়ালাম চ্যানেলে ওই অডিও-টেপ প্রকাশিত হয় বলে খবর। এর কয়েক ঘণ্টা পরই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে ইস্তফার কথা ঘোষণা করেন মন্ত্রী।
প্রসঙ্গত, সসীন্দ্রণ হলেন রাজ্যের শাসক দল এলডিএফ-এর শরিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা। এদিন সসীন্দ্রণ জানান, পদত্যাগ ঘোষণার আগে তিনি তাঁর সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে জানিয়ে দিয়েছেন।
যদিও, মন্ত্রী এ-ও মনে করিয়ে দেন, তাঁর পদত্যাগকে যেন অপরাধ স্বীকার বলে মনে না করা হয়। জানান, তিনি কোনও অন্যায় করেননি। তিনি যোগ করেন, যে কোনও ধরনের তদন্তের মুখোমুখি হতে রাজি।
যদিও, সসীন্দ্রণ ইস্যুকে হাতিয়ার করে রাজ্য প্রশাসনকে একহাত নিয়েছে বিরোধীরা। বিরোধী নেতা রমেশ চেন্নিতালা জানান, অভিযোগ গুরুতর। সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।
মুখ্যমন্ত্রী বিজয়ন জানিয়ে দিয়েছেন, তিনি সব দিক খতিয়ে দেখে যথাযথ সিদ্ধান্ত নেবেন।