এক্সপ্লোর
ছোট থেকে একাধিকবার ধর্ষণ, ক্ষোভে ধর্ষক 'গডম্যানে'র গোপনাঙ্গ কাটল ২৩ বছরের তরুণী

ছবি সৌজন্যে এএনআই-এর টুইটার অ্যাকাউন্ট
তিরুঅনন্তপুরম: মহিলাদের নৃশংসভাবে ধর্ষণ, তারপর তার গোপনাঙ্গে কোনও শক্ত জিনিষ ঢুকিয়ে তাকে মারাত্মক যন্ত্রণা দেওয়া। অনেক সময় সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে মহিলার মৃত্যু। আবার হামলাকারীরা অনেক সময় নিজেদের বাঁচাতে হত্যাও করে ধর্ষিতাদের। এধরনের ঘটনা ইদানিং মাঝেমধ্যেই ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু এবার কেরলের এক মহিলা রুখে দাঁড়ালেন তাঁর ধর্ষকের বিরুদ্ধে। ধর্ষণকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে ওই মহিলা কেটে দিলেন সেই হামলাকারীর গোপনাঙ্গটি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। ঘটনার জেরে আপাতত সেই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মেয়েটির যখন মাত্র ষোল বছর বয়স তখন থেকে এই স্বঘোষিত গডম্যানের লালসার শিকার তরুণীটি। শুক্রবার রাতে ফের একই ঘটনার পুনরাবৃত্তির আগে তাই আইন নিজের হাতেই তুলে নেন ওই তরুণী। পুলিশকে মেয়েটি তাঁর অভিযোগে জানিয়েছেন, স্বামী গঙ্গেশানন্দ নামের অভিযুক্ত ব্যক্তি কোল্লামের পানমানা আশ্রমের সদস্য। গত আট বছর ধরে সে এই তরুণীর ওপর যৌন-অত্যাচার চালাচ্ছে। গোপনাঙ্গটি কাটার পরই আক্রান্ত ব্যক্তিকে তিরুঅনন্তুপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা পরীক্ষা করে জানিয়েছে, ওই ব্যক্তির গোপনাঙ্গটি ৯০ শতাংশই কাটা পড়েছে। এবং সেটি নতুন করে লাগিয়ে দেওয়া আর সম্ভব নয়। গতকাল রাত ১২ বেজে ৩৯ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেইসময় একটি জরুরি অস্ত্রোপচার করে রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে কোনওরকমে, জানিয়েছেন হাসপাতালের এক চিকিত্সক। অভিযুক্ত এবং আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩৭৬ (ধর্ষণ) ধারা এবং পকসো আইনে মামলা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি অবশ্য পুলিশের কাছে তার বয়ানে জানিয়েছে, তিনি নিজেই নিজের গোপনাঙ্গ কেটে দিয়েছে। এদিকে এই ঘটনায় তরুণীর মাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কারণ, মেয়েটির মা পুরো ঘটনাটির বিষয়ই জানত। এমনকি তরুণীর মায়ের ওপরও যৌন অত্যাচার চালিয়েছে ওই ব্যক্তি। এই ঘটনার বিষয় প্রতিক্রিয়া দিতে গিয়ে কেরল মহিলা কমিশনের এক প্রতিনিধি বলেন, তাঁরা ওই তরুণী জন্যে গর্বিত। নিজের সম্মান রক্ষার্তে এমন সাহসী পদক্ষেপ খুব মহিলাই নিতে পারেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















