এক্সপ্লোর
Advertisement
চিনে নিন উত্তর প্রদেশে বিজেপির রাজ্যসভা জয়ের কুশীলবদের
লখনউ: উত্তর প্রদেশে ১০টির মধ্যে ৮টি রাজ্যসভা আসন জেতার ব্যাপারে নিশ্চিত ছিল বিজেপি। প্রশ্ন ছিল, নবম আসনটি তারা জিতবে কিনা, কারণ বিএসপি প্রার্থীর সঙ্গে ছিল এসপি, কংগ্রেস সহ বিরোধীদের এককাট্টা সমর্থন। এই পরিস্থিতিতে আসনটি ছিনিয়ে আনতে দিল্লি থেকে লখনউ চলে আসেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে তৈরি হয় স্ট্র্যাটেজি।
প্রথম ৮ জন প্রার্থীকে ভোটে জেতাতে দরকার ছিল ৩৭ জন বিধায়কের ভোট। বিজেপি তাদের ৩৯ জন বিধায়ককে ৮ প্রার্থীর নামের তালিকা দিয়ে দেয়। ফলে ৩২৪ জন বিধায়কের এনডিএ-তে মাত্র ১২ জন বিধায়ক থাকেন নবম প্রার্থী অনিল আগরওয়ালকে সমর্থনের জন্য। এই পরিস্থিতিতে বিজেপি টার্গেট করে, যাতে দ্বিতীয় পছন্দের ভোটে জিতিয়ে আনা যায় তাঁকে। ৩২৪ জন বিধায়কেরই ভোট পেয়ে যাওয়ায় অনিলের জিততে অসুবিধে হয়নি।
প্রদেশ বিজেপির এক বরিষ্ঠ নেতা জানিয়েছেন, তাঁরা আগে নিশ্চিত করেন, যাতে প্রথম ৮ প্রার্থীর জিততে কোনও সমস্যা না হয়, কোনও বাতিল ভোট যেন না পড়ে। পুরনো বিধায়কদের দায়িত্ব দেওয়া হয় অরুণ জেটলি, জিভিএল নরসিংহ রাও ও অনিল জৈনকে জেতানোর জন্য। পাশাপাশি প্রত্যেক প্রার্থীর জন্য ঠিক করা হয় একজন করে পোড়খাওয়া মন্ত্রীকে, যিনি নিশ্চিত করেন বিধায়করা যেন তাঁদের জন্য ঠিক করা প্রার্থীকেই ভোট দেন, ভোট যেন বাতিল না হয় কোনও কারণে।
এর মধ্যে বৃহস্পতিবার লখনউ চলে আসেন পীযূষ গয়াল। যোগী আদিত্যনাথের সঙ্গে বসে তিনি ঠিক করে ফেলেন নবম প্রার্থীকে জেতানোর স্ট্র্যাটেজি। এমনকী এনডিএ বিধায়কদের নিয়ে মক ভোটিংও হয়, কারণ অনেকেই অনভিজ্ঞ, এবার প্রথমবার বিধায়ক হয়েছেন। পাশাপাশি অন্য দলের ৩ জন উচ্চ বর্ণের বিধায়ককে ক্রস ভোটিং করানো হয় নবম প্রার্থীর জন্য। ফলে দেখা যায় প্রথম পছন্দের ১৬টি ভোট পেয়েছেন অনিল, যেখানে এনডিএ থেকে তাঁর জন্য ১২টি ভোট বরাদ্দ ছিল।
নিষাদ পার্টির বিজয় মিশ্র, নির্দল বিধায়ক আমনমণি ত্রিপাঠী ও বিএসপি বিধায়ক অনিল সিংহ ভোট দেন তাঁকে। আর এক নির্দল বিধায়ক বিনোদ সরোজও সম্ভবত তাঁকেই ভোট দিয়েছেন।
প্রদেশ বিজেপির এক নেতা বলেছেন, তাঁরা জানতেন বিএসপি প্রার্থী ৩৭টা ভোট পাবেন না, কারণ তাঁদের এক বিধায়ক ক্রস ভোটিং করবেন, পাশাপাশি জেল থেকে এসে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে না ২ এসপি ও বিএসপি বিধায়ককে। সব মিলিয়ে বিএসপি প্রার্থী মাত্র ৩২টি প্রথম পছন্দের ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থীর থেকে তা বেশি হলেও বিজেপির স্ট্র্যাটেজি ছিল, দ্বিতীয় পছন্দের বোটে তাঁকে জিতিয়ে আনা। ভোটের ফলে পরিষ্কার হয়ে যায়, সব কিছুই চলেছে তাঁদের পরিকল্পনামত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement