এক্সপ্লোর
অপহরণ করে বন্দুকের নল ঠেকিয়ে বিয়ে করতে বাধ্য করা হল বিহারের ইঞ্জিনিয়রকে!

পটনা: বিহারের এক ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে গিয়ে বন্দুকের নলের সামনে সম্পূর্ণ অপরিচিত এক মহিলাকে বিয়ে করতে বাধ্য করা হল। ঘটনাটি ঘটেছে পটনার মোকানায়। তবে বিহারে এই ঘটনাটি পাকাদুয়া বিবাহ নামে জনপ্রিয়। কিন্তু এভাবে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়ায় আতঙ্কিত ইঞ্জিনিয়ার পুলিশের থেকে নিরাপত্তাও দাবি করেছে। এই ঘটনাটি ঘটেছে একমাস আগে। আচমকা বিয়ের ভিডিওটি ভাইরাল হওয়ায়, প্রকাশ্যে আসে পুরো ঘটনাটি।ছেলেটির অনিচ্ছার বিরুদ্ধে বিয়ে হলেও, মেয়েটির পরিবার, ছেলেটির পরিবারকে জোর করে বিয়েটি মেনে নিতে চাপ দিচ্ছে বলে জানা গিয়েছে। ছেলেটির পরিবার পটনার সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ মনু মহারাজের কাছে নিরাপত্তার দাবি তুলে একটি আবেদন জমা দিয়েছে। প্রসঙ্গত, সুরেন্দ্র যাদব নামে এক মস্তানকে দিয়ে বিনোদকে তুলিয়ে নিয়ে গিয়েছিল পাত্রীর পরিবার। এখন সেই মস্তানকেই ভয় পাচ্ছে বিনোদের পরিবার। ভিডিওতে দেখা গিয়েছে, ছেলেটি কাঁদতে কাঁদতে বিয়ে করছে। সেই দেখে মেয়েটির পরিবারের একজন আবার বলছে, তোমাকে বিয়ে দেওয়া হচ্ছে, শূলে চড়ানো হচ্ছে না। মোকানায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল ছেলেটি। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়। যদিও মেয়েটির পরিবারের দাবি, বিনোদ পাত্রীকে দীর্ঘদিন ধরেই চিনত। তাদের বিয়েও স্থির হয়ে গিয়েছিল। তবে সেই দাবি মানতে নারাজ সবপক্ষই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















