এক্সপ্লোর
আপ-এ যোগ দিতে পারেন সাসপেন্ড বিজেপি সাংসদ কীর্তি আজাদের স্ত্রী!

নয়াদিল্লি: এবার কি নভজ্যোত সিংহ সিধুর পথে হাঁটতে চলেছেন সাসপেন্ড বিজেপি সাংসদ কীর্তি আজাদের স্ত্রী এবং দলের তিনবারের জাতীয় কর্ম সমিতির সদস্য পুনম আজাদ? শোনা যাচ্ছে, আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন তিনি। পুনমের ঘনিষ্ঠ সূত্রে খবর, শীঘ্রই পদত্যাগ করবেন তিনি। এই মুহূর্তে দিল্লির বিজেপির মুখপাত্র তিনি। এর আগে সহ-সভাপতির পদে ছিলেন পুনম। তিনবার দলের জাতীয় কর্ম সমিতির সদস্য হওয়া সত্ত্বেও দলে তাঁর গুরুত্ব বেশ কমে আসছিল। কয়েকবছর ধরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন তিনি। প্রসঙ্গত, ডিডিসিএ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে আক্রমণ করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি। এরপরই সাসপেনশনের খাঁড়া নেমে আসে তাঁর ওপর। সূত্রের খবর, কীর্তি আজাদের সাসপেনশনের পরই পুনম পদত্যাগের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গতকালই রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন প্রাক্তন ক্রিকেট তারকা নভজ্যোত সিংহ সিধু। শোনা যাচ্ছে, আম আদমি পার্টিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। আজ তাঁর স্ত্রী নভজ্যোত কৌর সিধুও জানিয়েছেন, বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন তাঁর স্বামী।
উল্লেখ্য, গতকালই রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন প্রাক্তন ক্রিকেট তারকা নভজ্যোত সিংহ সিধু। শোনা যাচ্ছে, আম আদমি পার্টিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। আজ তাঁর স্ত্রী নভজ্যোত কৌর সিধুও জানিয়েছেন, বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন তাঁর স্বামী। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















