এক্সপ্লোর
সিমলার কিশোরী ছাত্রীর গণধর্ষণ ও হত্যায় সন্দেহভাজনের কারাগারে মৃত্যু: হিমাচল পুলিসের আইজি ও সাতজনকে গ্রেফতার সিবিআইয়ের

ফাইল ছবি
নয়াদিল্লি: সিমলার কোটখাইয়ে কিশোরী স্কুলছাত্রীর গণধর্ষণ ও হত্যায় সন্দেহভাজন অভিযুক্ত নেপালি শ্রমিক সূরজ সিংহের গত মাসে পুলিশি হেফাজতে মৃত্যুর ব্যাপারে সিবিআই আজ গ্রেফতার করল হিমাচল প্রদেশ পুলিশের আইজি জহুর হায়দর জাইদি ও সাত পুলিশকর্মীকে। গত ৪ জুলাই ওই কিশোরীকে ধর্ষণের পর খুন করা হয়। দুদিন বাদে নিকটবর্তী জঙ্গলে পাওয়া যায় বারো ক্লাসের ছাত্রীর দেহ। প্রবল শোরগোল হয়। রাজ্য পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে যে ৬ জনকে গ্রেফতার করে, তাদের কোটখাই থানায় রাখা হয়েছিল। সেখানেই ২৯ বছরের সূরজকে আরেক সহ অভিযুক্ত খুন করে বলে অভিযোগ। হিমাচল প্রদেশ হাইকোর্ট ঘটনার তদন্তভার পরে দেয় সিবিআইকে। তদন্ত সংস্থা সূত্রের খবর, ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার জাইদি সহ বাকিদের গ্রেফতার করার আগে একাধিক লোককে জেরা করা হয়। ধৃতদের কাল আদালতে পেশ করা হবে। নাবালিকা ছাত্রীর ধর্ষণ, হত্যা ও সন্দেহভাজনের পুলিশি হেফাজতে মৃত্যুর ব্যাপারে দুটি পৃথক এফআইআর করেছে সিবিআই। সংস্থার এক মুখপাত্র বলেন, পুলিশ সুপার ও অতিরিক্ত এসপি ও ডেপুটি এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্ত টিম গড়ে সিবিআই দুটি মামলারই তদন্ত হাতে নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট






















