এক্সপ্লোর
কর্নাটকের বিধানসৌধের হীরক জয়ন্তীতে বিধায়কদের সোনার বিস্কুট!

বেঙ্গালুরু: বিধানসৌধের হীরক জয়ন্তী উপলক্ষ্যে বিধায়কদের সোনার বিস্কুট ও সচিবালয়ের কর্মীদের রূপোর থালা উপহার দেওয়ার পরিকল্পনা নিয়ে সরগরম কর্নাটক রাজ্য রাজনীতি। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে জোর শোরগোল পড়ে যায়। এরপরই এ ধরনের কোনও পরিকল্পনার কথা অস্বীকার করেছেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষ কে বি কোলিয়াড়। উল্লেখ্য, বিধানসৌধতে রয়েছে কর্নাটকের বিধানসভা ও বিধান পরিষদ। কোলিয়াড় জানিয়েছেন, বিধানসৌধের হীরক জয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন চেয়ে অর্থমন্ত্রকের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সেই প্রস্তাবের কোথাও সোনার বিস্কুট বা রূপোর থালা দেওয়ার কোনও উল্লেখই নেই। এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বিধানসভার সচিবালয় যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়িত হলে বিধায়করা রাজ্যের প্রতীক অঙ্কিত সোনার বিস্কুট পাবেন। প্রত্যেকটি বিস্কুটের ওজন ১৩ গ্রাম। দাম ৫৫ হাজার টাকা। অন্যদিকে, প্রতিটি রূপোর থালার দাম হবে ৬ হাজার টাকা করে। অধ্যক্ষ এই খবর অস্বীকার করেছেন। তিনি বলেছেন, যে সংবাদপত্রগুলিতে এ খবর প্রকাশিত হয়েছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















