উন্নাও ধর্ষণে অভিযুক্ত সেঙ্গারের বিরুদ্ধে এবার নির্যাতিতার বাবাকে খুনের মামলাও
ধর্ষণের পর এবার খুনের মামলা!
নয়াদিল্লি: ধর্ষণের পর এবার খুনের মামলা! মঙ্গলবার উত্তরপ্রদেশের বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে দায়ের করা হল নির্যাতিতার বাবাকে খুনের অভিযোগ। কুলদীপ সেঙ্গারের সঙ্গে আরও নয় জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, নির্যাতিতার বাবাকে ভুয়ো অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এদিন জেলা আদালতে সেঙ্গার ও তার সহযোগিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ১৬৬, ১৬৭ (সরকারি কর্মীদের দ্বারা অপরাধ সংগঠিত করা), ২০১ (তথ্যপ্রমাণ তছরূপ), ৪৬৬ (তথ্য জালিয়াতি) সহ ২১৮ ধারায় মামলা দায়ের হয়েছে। সেই সঙ্গে মামলা হয়েছে অস্ত্র আইনেও। যদিও অভিযুক্ত সেঙ্গার, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং বিচারের আর্জি জানিয়েছে। উল্লেখ্য, আদালত অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিশের তিন কর্মীর জামিনও খারিজ করেছে। প্রসঙ্গত, গত বছর ৩ এপ্রিল ভুয়ো অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছিল উন্নাওয়ের নির্যাতিতার বাবাকে। ৯ এপ্রিল জেলেই তাঁর মৃত্যু হয়েছিল।
এদিন দিল্লি আদালতের কাছে নির্যাতিতার পরিবারের আইনজীবী সেঙ্গারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। নির্যাতিতার আইনজীবী আদালতকে জানিয়েছেন, বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার তাঁকে খুন করার হুমকি দিয়েছে। সেই মর্মে জেলা বিচারক ধর্মেশ শর্মার কাছে অভিযোগপত্র জমা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে বিষয়টি দেখার জন্য আবেদন করেছেন আইনজীবী ধর্মেন্দ্র মিশ্র।
সেঙ্গার ছাড়াও তার ভাই অতুল সেঙ্গার, তিন জন পুলিশ কর্মী সহ কুলদীপ ঘনিষ্ঠ শশী সিংহ ও আরও চার জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, নির্যাতিতার বাবাকে ভুয়ো অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। নির্যাতিতার বাবার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে সেঙ্গার ও তার দলবল। অন্যদিকে, ভারতের শীর্ষ আদালত নির্যাতিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শুনতেই রাজি হয়নি। বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চ জানিয়ে দিয়েছে, তারা কেবল শুনানি হওয়া ৫টি মামলাই শুনবে।