এক্সপ্লোর
Advertisement
সিমহস্থ কুম্ভমেলায় সমানাধিকার চেয়ে গ্রেফতার সন্ন্যাসিনী
উজ্জয়িনী: ধর্মস্থানে মহিলাদের সমানাধিকারের দাবি এবার পৌঁছে গেল চলতি সিমহস্থ কুম্ভমেলাতেও। সেখানে পুরুষদের সমান সুযোগ-সুবিধা না পেয়ে আন্দোলন শুরু করার অপরাধে গ্রেফতার হলেন এক সন্ন্যাসিনী।
পরি আখড়ার প্রধান ত্রিকাল ভবন্তা মেলায় সন্ন্যাসীদের সমান সুবিধা না পাওয়ার অভিযোগে গতকাল সমাধিতে চলে যান। তাঁর ভক্তরাও এই প্রতিবাদে যোগ দেন। পুলিশ তখনকার মতো বুঝিয়ে-সুঝিয়ে প্রতিবাদ থামিয়ে দেয়। কিন্তু আজ ফের একই জায়গায় প্রতিবাদ শুরু করেন ভবন্তা। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫১, ৩০৯ ও ৩৩৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ভবন্তার প্রধান দাবি হল শাহি স্নানের সময় পরি আখড়ার সদস্যদের পর্যাপ্ত জায়গা এবং অন্যান্য সুবিধা দিতে হবে। কিন্তু এই দাবি মানা হয়নি। আখড়া পরিষদের সাধারণ সম্পাদক হরি গিরি বলেছেন, পরি আখড়াকে স্বীকৃতি পাওয়ার জন্য যা যা করণীয় তা আগে করতে হবে। বাকিটা সরকারের বিষয়। তবে সরকার স্বীকৃত আখড়াগুলিকেই যখন পর্যাপ্ত সুবিধা দিতে পারছে না তখন নতুন আখড়াকে কীভাবে স্বীকৃতি দেবে সে বিষয়ে সংশয় আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement