এক্সপ্লোর
ল্যাবরেটরির ভুলে রিপোর্টে করোনা পজিটিভ, উত্তরপ্রদেশে শামির গ্রামে অনেক কাঠখড় পুড়িয়ে মুক্তি প্রৌঢ়ের
জ্বর, গলা ব্যথার মতো উপসর্গ নিয়ে আমরোহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন ৬৮ বছরের ওই ব্যক্তি।

আমরোহা: সাধারণ সর্দি-কাশি আর গলা ব্যথা। অথচ ল্যাবরেটরির রিপোর্টে দেখা গেল কোভিড-১৯ পজিটিভ!
এরকমই বিভ্রান্তির শিকার হতে হল উত্তরপ্রদেশের আমরোহা জেলার এক প্রৌঢ়কে। ঘটনাচক্রে, যে আমরোহায় ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামিরও বাড়ি। এবং আপাতত সেখানেই আছেন শামি।
জ্বর, গলা ব্যথার মতো উপসর্গ নিয়ে আমরোহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন ৬৮ বছরের ওই ব্যক্তি। ওই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উমর ফারুখ বলেছেন, ‘ওই ব্যক্তির জ্বর ছিল বলে মোরাদাবাদের জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে ৬ এপ্রিল উনি ভর্তি হয়েছিলেন।’ ফারুখ জানিয়েছেন, সেখান থেকেই আলিগড়ের এক পরীক্ষাকেন্দ্রে তাঁর নমুনা পাঠানো হয়েছিল। ওই ল্যাবরেটরিতেই করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
সেখান থেকেই আমরোহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে খবর দেওয়া হয় যে, ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে ছটি অ্যাম্বুলেন্সে করে ওই ব্যক্তির পরিবারের আট সদস্যকে নিয়ে এসে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যদিও পরিবারের কারও নমুনাতেই করোনা মেলেনি। তারপরই মোরাদাবাদের প্রধান মেডিক্যাল অফিসার জানান যে, ওই ব্যক্তির নাম ভুল করে করোনা পজিটিভের তালিকায় তুলে দেওয়া হয়েছিল। কারণ, আলিগড়ের ল্যাবরেটরির রিপোর্টে ভুল হয়েছিল।
বুধবার ওই প্রৌঢ়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরোহার সিএমও মেঘ সিংহ জানিয়েছেন, ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
শিক্ষা
শিক্ষা
খবর
Advertisement
