এক্সপ্লোর
লতা মঙ্গেশকরের অবস্থা আগের থেকে ভাল, জানাল পরিবার
নব্বই বছরের গায়িকা বুকে সংক্রমণের কারণে সোমবার থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি।

মুম্বই: চিকিৎসায় সাড়া দিচ্ছেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। আগের থেকে ভাল আছেন তিনি, অবস্থা স্থিতিশীল। তাঁর পরিবার এ খবর জানিয়েছে। নব্বই বছরের গায়িকা বুকে সংক্রমণের কারণে সোমবার থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি। পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, তিনি আগে থেকে অনেক ভাল আছেন। যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ সেরে উঠে তিনি বাড়ি ফিরে আসেন, এখন এটাই প্রার্থনা। তাঁর সুস্থতা চেয়ে প্রার্থনা করার জন্য অনুরাগীদের ধন্যবাদ দেওয়া হয়েছে। ১৯৪২-এ তাঁর বর্ণাঢ্য সঙ্গীত কেরিয়ার শুরু করেন লতা মঙ্গেশকর। তাঁর অসামান্য গায়কীকে স্বীকৃতি দিয়ে ভারত সরকার তাঁকে ভারত রত্ন, পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















