এক্সপ্লোর
Advertisement
এলজি নিয়ে এল অপেক্ষাকৃত কম দামের দুই স্মার্টফোন K7 ও K10
নয়াদিল্লি: প্রখ্যাত ইলেকট্রনিক কোম্পানি এলজি ভারতের বাজারে আনল K সিরিজের দুটি স্মার্টফোন K7 এবং K10। দুটি ফোনেরই দাম অপেক্ষাকৃত কম। K7 –এর দাম ৯,৫০০ এবং K10-এর দাম ১৩,৫০০। দুটি স্মার্টফোনের ডিজাইন নজর কাড়বে। দুটিতেই রয়েছে গ্লসি ফিনিস বডি এবং 2 D কার্ভড গ্লাস।
কোম্পানির দাবি, দাম কম হলেও দুটি ফোনের ডিজাইন নতুন প্রজন্মকে আকৃষ্ট করবে। ইতিমধ্যেই ফোন দুটির বিক্রি শুরু হয়েছে।
LG K10-এ রয়েছে ৫.৩ ইঞ্চি স্ক্রিন, রেজোলিউশন 720×1280, এবং তা কোর্নি গোরিলা গ্লাস কোটেড। ডিসপ্লের সুবিধার জন্য এতে দেওয়া হয়েছে 2.5D কার্ভড গ্লাস। ফোনে দেওয়া হয়েছে 1.2 GHz স্ন্যাপড্রাগন 410 কোয়াডকোর প্রোসেসর। সঙ্গে Adreno 306 জিপিইউ। LG K10-এ রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারন্যাল মেমোরি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ওএস 5.1 ললিপপে চলা ডুয়েল সিমের এই ফোনের ব্যাটারি 2,300mAh।
LG K 7-এ রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, রেজোলিউশন 480×854। ফোনে রয়েছে 1.1GHz কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট প্রোসেসর। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে ৪জি,ব্লুটুথ,ওয়াই-ফাই, জিপিএসের মতো কানেক্টিভিটি। এর ব্যাটারি 2125mAh।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement