১৯৯৬ সোনেপথ বিস্ফোরণ: লস্কর বোমা বিশেষজ্ঞ আব্দুল করিম তুন্ডার যাবজ্জীবন
সোনেপথ (হরিয়ানা): ১৯৯৬ সালের সোনেপথ বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত ৭৫-বছরের আব্দুল করিম তুন্ডাকে যাবজ্জীবন সাজা দিল হরিয়ানার একটি নিম্ন আদালত।
এদিন অতিরিক্ত নগর ও দায়রা বিচারক সুশীল কুমার গর্গ তুন্ডাকে এই সাজা শোনান। হাজতবাসের পাশাপাশি, তাকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। জানা গিয়েছে, তুন্ডাকে গাজিয়াবাদের দাসনা জালে রাখা হবে। তার কৌঁসুলি আশীস বৎস জানান, দেশের বিভিন্ন আদালতে তুন্ডার বিরুদ্ধে একাধিক মামলা এখনও বিচারাধীন।
গতকালই তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (হত্যার চেষ্টা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং বিস্ফোরক পদার্থ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তুন্ডার বয়ান রেকর্ড করা হয়েছিল। সেই সময় সে জানিয়েছিল, বিস্ফোরণের সময় সে পাকিস্তানে ছিল।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে সোনেপথে জোড়া বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছিলেন। একটি বিস্ফোরণ ঘটে সিনেমা হলের সামনে। দ্বিতীয়টি ঘটে মিষ্টির দোকানের সামনে। ঘটনায় ৪৩ জন প্রত্যক্ষদর্শী ও আহতরা সাক্ষ্য দেন। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার বম্ব বিশেষজ্ঞ তুন্ডাকে ২০১৩ সালের ১৬ অগাস্ট ভারত-নেপাল সীমান্ত লাগোয়া বানবাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে মামলা চলছে। প্রসঙ্গত, ২৬/১১ মুম্বই হামলার পর যে ২০ জঙ্গিকে হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানকে জানিয়েছিল ভারত, তাতে নাম ছিল তুন্ডার-ও।